ফেনী শহরে অবরোধের সমর্থনে ছাত্রদলের মিছিল, হামলার অভিযোগ

অবরোধের সমর্থনে মিছিল বের করে মঙ্গলবার রাতে ফেনী শহরে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ছাত্রদলের নেতারা। তাঁদের ভাষ্য, তাঁরা শহরের পশ্চিম উকিল পড়া ও তাকিয়া রোডে মশাল মিছিল বের করেন। মিছিলটি শহরের ট্রাংক রোডের বড় মসজিদের সামনে পৌঁছালে হামলার ঘটনা ঘটে। এতে সংগঠনের অন্তত ১০ জন কর্মী আহত হয়েছেন।

বুধ ও বৃহস্পতিবার টানা ৪৮ ঘণ্টা অবরোধের ডাক দিয়েছে বিএনপি। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অনলাইনে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করেন।

হামলার বিষয়ে ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোর্শেদ আলম বলেন, অবরোধের সমর্থনে মঙ্গলবার রাত ৮টার দিকে শহরের পশ্চিম উকিল পাড়ার পানির ট্যাংকের নিচ থেকে জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুনের নেতৃত্বে মিছিল শুরু হয়। এটি তাকিয়া রোড হয়ে ট্রাংক রোডের বড় মসজিদের সামনে পৌঁছালে পুলিশ ও ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীরা ধাওয়া করে গুলি ছুড়তে থাকেন। মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায় এবং তাঁদের অন্তত ১০ জন কর্মী আহত হন।

আহত ব্যক্তিদের বিষয়ে জানতে চাইলে মোর্শেদ আলম বলেন, ‘তাঁদের চিকিৎসা করানোও কঠিন। নাম জানালেই পুলিশ মামলায় জড়িয়ে দেবে।’

হামলার অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহম্মদ বলেন, এই অভিযোগ মিথ্যা ও বানোয়াট। এ বিষয়ে তাঁরা কিছুই জানেন না।

ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী বলেন, ‘শহরের বড় মসজিদ এলাকায় কী ঘটেছে, তা বিস্তারিত আমি জানি না। পুলিশ এ বিষয়ে খোঁজখবর নিচ্ছে। বিস্তারিত জানতে পারলে সাংবাদিকদের জানানো হবে।’