গাজীপুরে ভবনের ছাদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
প্রতীকী ছবি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় নির্মাণাধীন একটি ভবনের ছাদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উলুসাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শ্রমিকের নাম কামাল প্রামাণিক (৪০)। তিনি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দেলোয়ারা গ্রামের আকসেদ প্রামাণিকের ছেলে।

স্থানীয় ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার উলুসাড়া এলাকায় ঠিকাদার নুর আলম সিদ্দিকীর তত্ত্বাবধানে নির্মাণাধীন একটি ভবনের ছাদে কাজ করছিলেন কামাল প্রামাণিক। কাজ করার সময় ছাদের পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের ৩৩ হাজার ভোল্টের তারে স্পর্শ লেগে কামাল প্রামাণিকের শরীর ঝলসে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, কোনো প্রকার নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই নির্মাণাধীন ভবনের ছাদে কাজ চলছিল। অসাবধানতাবশত বিদ্যুতের তারে স্পর্শ লেগে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান।