রাঙ্গুনিয়ায় গুলি করার পর যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

মনজুর হোসেন
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় গুলি করার পর মনজুর হোসেন (৩৫) নামের এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার সন্ধ্যার দিকে রাঙ্গুনিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শান্তিনিকেতন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মনজুর হোসেন উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক প্রচার সম্পাদক।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, রাঙ্গুনিয়া পৌর এলাকার শান্তিনিকেতন এলাকায় আড্ডা দিচ্ছিলেন যুবলীগ নেতা মনজুর হোসেন ও তাঁর বন্ধু সেকান্দর। হঠাৎ তাঁদের ওপর অতর্কিত গুলি চালায় দুর্বৃত্তরা। পরে তাঁদের দুজনকে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয় লোকজন গুরুতর আহত মনজুর ও সেকান্দরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনজুরকে মৃত ঘোষণা করেন।

স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নুরুল্লাহ প্রথম আলোকে বলেন, কারা কী কারণে মনজুরকে গুলি করে হত্যা করেছে, এখনো কিছুই জানতে পারেননি। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইউনুচ প্রথম আলোকে বলেন, ‘মনজুর যুবলীগের কর্মী। তাঁকে হাসপাতালে দেখতে গিয়েছি। খুনের কারণ এই মুহূর্তে বলতে পারছি না।’

রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) খান নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, মনজুরের দুই পায়ে গুলির চিহ্ন ও শরীরের বিভিন্ন স্থানে ক্ষতচিহ্ন আছে। গুলি করার পর তাঁকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশের ময়নাতদন্ত ও ঘটনার বিষয়ে তদন্ত করার পর হত্যাকাণ্ডের কারণ বলা যাবে।