বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য শাবিপ্রবিতে লিফট চালু

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ একাডেমিক ভবন ‘বি’-তে নতুন লিফটের উদ্বোধন করেন
ছবি: প্রথম আলো

বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চতুর্থ ক্যাপসুল লিফট উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ একাডেমিক ভবন ‘বি’-তে নতুন লিফটের উদ্বোধন করেন।

উপাচার্য বলেন, এই লিফট উদ্বোধনের মাধ্যমে চতুর্থ একাডেমিক ভবনে লিফট চালু করা হলো। এর আগে একাডেমিক ভবন সি, ডি ও ই-তে ক্যাপসুল লিফট চালু করা হয়েছিল। আগামী বছরগুলোতে নতুন ভবনগুলোতে লিফট চালু করা হবে। এই লিফট চালু হওয়ার ফলে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী ও নারী কর্মীরা সিঁড়ি বেয়ে ওঠার ভোগান্তি থেকে রক্ষা পাবেন।

লিফট উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মো. আখতারুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. জহির বিন আলম, স্কুল অব অ্যাপ্লায়েড সায়েন্সের ডিন অধ্যাপক মো. আরিফুল ইসলাম, স্কুল অব লাইফ সায়েন্সের ডিন মো. কামরুল ইসলাম, স্কুল অব সোশ্যাল সায়েন্সের ডিন দিলারা রহমান, স্কুল অব অ্যাগ্রিকালচার অ্যান্ড মিনারেল সাইন্সেসের ডিন স্বপন কুমার সরকার প্রমুখ।