মেগা দুর্নীতির কারণেই দেশে এখন অর্থ সংকট দেখা দিয়েছে: বিএনপি নেতা মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেছেন, সরকারি হাসপাতালে মানুষ চিকিৎসা পাচ্ছে না। জনগণ এখন মৌলিক অধিকার থেকে বঞ্চিত। দেশের বিভিন্ন এলাকায় বানভাসি মানুষের যখন আর্থিক সহায়তা প্রয়োজন, তখন দেশে অর্থসংকট দেখা দিয়েছে। মূলত মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতির কারণেই দেশে এখন অর্থসংকট দেখা দিয়েছে। শুধু উন্নয়নের স্লোগান দিয়ে একটি দেশ চলতে পারে না।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় সিলেট সদর উপজেলার টুকেরবাজার এলাকায় বন্যাদুর্গত এক হাজার মানুষের মধ্যে বিনা মূল্যে চিকিৎসাসেবা, ওষুধ বিতরণ ও অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবদুল মঈন খান এসব কথা বলেন। বিএনপির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ও মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহযোগিতায় এবং জেলা বিএনপির তত্ত্বাবধানে বন্যাদুর্গতদের সহায়তার জন্য এসব দেওয়া হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, বিএনপি নেত্রী হেলেন জেরিন খান, শাম্মি আক্তার, নাজমুন নাহার ও সামিয়া চৌধুরী।

অনুষ্ঠানে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, বিএনপি নেতা ইশতিয়াক সিদ্দিকী, মাহবুবুল হক চৌধুরী, এ কে এম তারেক কালাম, শহীদ আহমদ, আবুল কাশেম, আজিজুর রহমান, মাহবুব আলম, সালেহা কবির, ফাহিমা আহাদ, মিলি আক্তার, সুলতানা রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্য বিএনপি নেতা দেশে চলমান লোডশেডিংয়ের কথা উল্লেখ করে বলেন, সরকার দেশে উন্নয়নের রোল মডেল বলে প্রচারণা চালাচ্ছে। কিন্তু দেশের বাস্তব চিত্র খুবই ভয়াবহ। আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ উৎপাদনের দোহাই দিয়ে কুইক রেন্টালের নামে লুটপাট চালিয়েছে। অথচ এখন দেশের মানুষ বিদ্যুৎ পাচ্ছে না।