বিএলআরআইয়ে আগুনে পুড়ল গবেষণার ৩৬৯টি মুরগির বাচ্চা

বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের একটি টিনের শেডে লাগা আগুনে পুড়ে যায় গবেষণার জন্য রাখা ৩৬৯টি মুরগির বাচ্চা। আজ সকালে সাভারে
ছবি: প্রথম আলো

ঢাকার সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) একটি টিনশেডে আগুন লেগে গবেষণার জন্য রাখা ৩৬৯টি মুরগির বাচ্চা পুড়ে গেছে। আজ রোববার সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, আজ সকালে ‘কমন’ দেশীয় মুরগির বাচ্চা রাখা টিনের শেডে কাজ শেষ করে দুই কর্মচারী অপর একটি শেডে কাজ করতে যান। এ সময় তাঁরা কমন দেশীয় মুরগির বাচ্চা রাখার শেডে আগুন দেখতে পান। পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান তাঁরা।

পোলট্রি উৎপাদন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান শাকিলা ফারুক প্রথম আলোকে বলেন, কমন দেশীয় মুরগির ওজন ও ডিম বৃদ্ধির জন্য মুরগির বয়সের বিভিন্ন পর্যায়ে কী পরিমাণ প্রোটিন, এনার্জি অর্থাৎ পুষ্টি লাগবে, সেগুলো নিয়ে গবেষণার জন্য বাচ্চাগুলো শেডে রাখা হয়েছিল। শেডের ভেতর তুষ ও কাগজ দিয়ে মুরগির বাচ্চার জন্য বেড তৈরি করায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

শাকিলা ফারুক বলেন, ‘ঘটনার পরপরই বিদুৎ অফিস ও আমাদের ইঞ্জিনিয়ারিং সেকশনের লোকজন ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে তদন্ত করেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। প্রকৃত কারণ জানতে এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।’