মাগুরায় যাত্রীবাহী বাস থেকে হনুমান উদ্ধার, সুপারভাইজার আটক

উদ্ধারের পর সাময়িকভাবে হনুমানটি একটি খাঁচার মধ্যে রাখা হয়
ছবি: প্রথম আলো

মাগুরায় যাত্রীবাহী বাস থেকে একটি হনুমান উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বেলা তিনটার দিকে শহরের পারনান্দুয়ালী গ্রামের রাবেয়া চক্ষু হাসপাতাল এলাকায় সাতক্ষীরাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে হনুমানটি উদ্ধার করা হয়। এ সময় ওই বাসের সুপারভাইজার সুব্রত কুমার স্বরকে আটক করেছে পুলিশ।

অভিযুক্ত সুব্রত কুমার সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাঠি গ্রামের শান্তি পদ স্বরের ছেলে। তিনি এসপি গোল্ডেন লাইন পরিবহনের সুপারভাইজার।

মাগুরা সদর থানা–পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, একটি হনুমান সাভার থেকে সাতক্ষীরা নিয়ে যাওয়া হচ্ছিল। ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের সাতক্ষীরাগামী বাসটি মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকায় পৌঁছালে মাগুরা সদর থানা-পুলিশ ওই বাসে তল্লাশি চালায়। এ সময় বাসের ভেতরে রাখা বাজারের ব্যাগের ভেতর থেকে একটি হনুমান উদ্ধার করা হয়।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ প্রথম আলোকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাসের সুপারভাইজার সুব্রত কুমার পুলিশকে জানিয়েছেন, রনি নামের এক ব্যক্তি সুব্রত কুমারের মাধ্যমে হনুমানটি সাতক্ষীরায় পাঠান। সাভার থেকে বাজারের ব্যাগে করে হনুমানটি বাসে তোলা হয়। তাৎক্ষণিকভাবে হনুমানটি কী জাতের, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে এটি বিরল প্রজাতির বলে ধারণা করা হচ্ছে। হনুমানটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।