মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রাকচাপায় বৃদ্ধ নিহত
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী এলাকায় ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে সাতটার দিকে দুর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তির নাম সন্তোষ সাহা। তাঁর বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার শাহপাড়ায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে সন্তোষ সাহা উপজেলার শ্রীফলতলী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ দিয়ে হেঁটে স্থানীয় বাজারে যাচ্ছিলেন। এমন সময় ঢাকাগামী একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
গোড়াই হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা টুটুল বলেন, বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। তবে চালক ও ট্রাকটি আটক করা যায়নি। লাশটি থানায় রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।