এক ট্রেন পার হওয়ার পর আরেক ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল তিনজনের
নাটোরের লালপুর উপজেলায় যাত্রীবাহী ট্রেনে কাটা পড়ে এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার নারায়ণপুর গ্রামে রাজশাহী-ঈশ্বরদী রেলপথে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ব্যাংক এশিয়ার নাটোরের গোপালপুর শাখার কর্মকর্তা সাথী বেগম (২৪), আসবাবপত্র ব্যবসায়ী জুমির শেখ (৬৬) ও অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক মুনতাজ আলী (৬৫)। এর মধ্যে সাথী বেগম ও জুমির শেখের বাড়ি লালপুর উপজেলার নারায়ণপুর গ্রামে এবং মুনতাজ আলীর বাড়ি একই উপজেলার কেশবপুর গ্রামে।
লালপুর থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ দুপুর ১২টার দিকে আবদুলপুর থেকে আজিমনগর স্টেশনের উদ্দেশে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেন নারায়ণপুর এলাকা অতিক্রম করছিল। এ সময় সাথী বেগম, জুমির শেখ ও মুনতাজ আলী ট্রেনটি অতিক্রম করার পর পরই রেললাইন পার হচ্ছিলেন। একই সময়ে আরেক লাইন দিয়ে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তাঁরা। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। খবর পেয়ে লালপুর থানার পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
গোপালপুর পৌরসভার কাউন্সিলর ও প্রত্যক্ষদর্শী সুফিয়ান আলী জানান, নিহত ব্যক্তিরা প্রথম ট্রেনটি পার হয়ে যাওয়ার পর দ্বিতীয় ট্রেনটি খেয়াল করতে পারেননি। এতেই দুর্ঘটনা ঘটে।
লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান বলেন, ঘটনাটি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। তাঁদের মাধ্যমে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।