চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক নিহত

নিহত জাহিদুল ইসলামছবি; সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম জাহিদুল ইসলাম। তিনি বাঁশখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড ভাদালিয়া গ্রামের বাচুর বাপের বাড়ির মৃত হাবিব উল্লাহর ছেলে। গতকাল শনিবার রাত ১০টার দিকে উপজেলার সরল ইউনিয়নের কানুনগোখীল ব্রিজের পূর্ব পাশের বেড়িবাঁধ এলাকায় ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

নিহত জাহিদুল ইসলামের বাবা দুই মাস আগে মারা যান। এর পর থেকে জাহিদুল ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে পরিবারের ব্যয় নির্বাহ করে আসছিলেন। গতকাল রাতে তিনি যাত্রী নিয়ে সরল এলাকায় গিয়েছিলেন। সেখানে তাঁকে ছুরিকাঘাত করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, রাতে চিৎকার শুনে এলাকাবাসী গিয়ে দেখেন জাহিদুলকে কে বা কারা ছুরিকাঘাত করেছেন। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত জাহিদুলের বুকসহ বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের জখম রয়েছে।