নান্দাইলে বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু

বজ্রপাতফাইল ছবি

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ফসলি জমিতে কাজ করার সময় বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলার খারুয়া আব্দুল্লাহ্পুর কান্দিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুজন হলেন মোস্তফা মিয়া (৪০) ও তাঁর প্রথম শ্রেণি পড়ুয়া ছেলে তাইফ হোসেন (৬)। তাঁরা উপজেলার খারুয়া আব্দুল্লাহ্পুর কান্দিপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. রতন মিয়া মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বাড়ির পাশে একখণ্ড জমিতে ধানবীজ ফেলতে যান কৃষক মোস্তফা মিয়া। বাবার কাজে সহযোগিতা করতে সঙ্গে যায় স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়ুয়া ছেলেও। বিকেল সাড়ে চারটার দিকে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই বাবা ও ছেলের মৃত্যু হয়। এতে এলাকার লোকজন শোকাহত হয়ে পড়েছেন।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।