জয়পুরহাট সীমান্তে পতাকা বৈঠক, খুঁটি ও কাঁটাতারের বেড়া অপসারণের আশ্বাস বিএসএফের

পতাকা বৈঠক শেষে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ফিরে আসছেন বিজিবি সদস্যরা। আজ মঙ্গলবার বিকেলে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা পূর্ব উঁচনা ঘোনাপাড়া সীমান্তেছবি: প্রথম আলো

জয়পুরহাটের পাঁচবিবির পূর্ব উঁচনা ঘোনাপাড়া সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেল চারটায় সীমান্তের শূন্যরেখায় দুই দেশের ক্যাম্প কোম্পানি কমান্ডার পর্যায়ে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ নতুন করে বসানো খুঁটি ও কাঁটাতারের বেড়া আগামীকাল বুধবারের মধ্যে অপসারণ করবে আশ্বাস দিয়েছে।

বিজিবির হাটখোলা বিওপির কোম্পানি কমান্ডার শাহ জাহান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পতাকা বৈঠকে ভারতীয় চকগোপাল ক্যাম্পের কমান্ডার দিপক সিং আমাদের বলেছেন, তাঁরা যতটুকু কাজ করেছেন, তা আগামীকাল বুধবারের মধ্যে অপসারণ করে নেবেন। এখন ঘোনাপাড়া সীমান্তের অবস্থা ভালো রয়েছে।’

বিজিবির হাটখোলা বিওপি ও ঘোনাপাড়ার স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার ভোরে পাঁচবিবি উপজেলার উঁচনা ঘোনাপাড়া সীমান্তের ২৮১ মেইন পিলারের ৩৩-৩৪ ও ৩৫ সাবপিলার পর্যন্ত আনুমানিক ২০ গজ ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য কাজ শুরু করেন বিএসএফের সদস্যরা। সে সময় স্থানীয় বাসিন্দারা কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়টি জানতে পারেন। তাঁরা বিজিবির হাটখোলা বিওপি ক্যাম্পের সদস্যদের জানান। এরপর বিজিবি সদস্যরা সকাল সাড়ে নয়টার দিকে ঘটনাস্থলে বিএসএফ সদস্যদের কাঁটাতারের বেড়া নির্মাণকাজে বাধা দেন। বিএসএফ সদস্যরা কাঁটাতারের বেড়া নির্মাণকাজ বন্ধ করে চলে যান।

আরও পড়ুন

পরে বিজিবির পক্ষ থেকে বিএসএফের চকগোপাল কোম্পানি কমান্ডারকে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানানো হয়। বিকেল ৪টায় ২৮১ নম্বর পিলারের শূন্যরেখায় বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক হয়। বৈঠকে বিজিবির হাটখোলা বিওপির কমান্ডার শাহজাহান ও বিএসএফ চকগোপাল ক্যাম্পের কোম্পানি কমান্ডার দিপক সিং উপস্থিত ছিলেন।