মহাসড়ক পার হচ্ছিলেন, বাসের চাপায় গেল প্রাণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্ঘটনার পর আটক করা বাসছবি: পুলিশের সৌজন্যে

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মাদামবিবিরহাট এলাকায় বাসের চাপায় দিদারুল আলম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ রোববার বেলা দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, স্থানীয় বাসিন্দারা বাসটি জব্দ করেন। পরে হাইওয়ে পুলিশ বাস ও এর চালক ও সহকারীকে আটক করে থানায় নিয়ে যায়। নিহত দিদারুল আলম মিরসরাই উপজেলার হিঙ্গুলী গ্রামের বাসিন্দা।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মুমিন প্রথম আলোকে বলেন, আজ বেলা দেড়টার দিকে দিদারুল আলম মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় চট্টগ্রামমুখী শাহী পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে এসে তাঁকে চাপা দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ওসি আবদুল মুমিন আরও জানান, স্থানীয় লোকজন বাসটি জব্দ করেন। পরে পুলিশ গিয়ে বাসের চালক ও সহকারীকে আটক করে থানায় নিয়ে যায়।

এর আগে গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে একই মহাসড়কের সীতাকুণ্ডের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় জিয়া উদ্দিন নামের এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়। ওই ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী আহত হন।