সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ ৫ নেতা গ্রেপ্তার

গতকাল রাতে গ্রেপ্তার হওয়া বিএনপির ৫ নেতা
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ জেলার শীর্ষ পাঁচ নেতাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে ঢাকার আদাবর রিং রোড এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও সদর থানা পুলিশ। আজ শনিবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন।  সিরাজগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি নেতা–কর্মীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের করা মামলায় বিএনপির পাঁচ নেতাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ নিয়ে এই মামলায় মোট ১০ জনকে গ্রেপ্তার করা হলো।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, জেলা বিএনপির সহসভাপতি অমর কৃষ্ণ দাস, শামীম খান, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ ও কাজীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাশেদ কবির।

পুলিশ জানায়, ১ সেপ্টেম্বর সিরাজগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষে বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এর পরদিন সিরাজগঞ্জ সদর থানায় জেলা বিএনপির নেতা সাইদুর রহমানসহ বিএনপির ১১৫ নেতা–কর্মীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করে। সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগ এসে পুলিশ ওই মামলা করে।

মামলার পর আসামিদের ধরতে পুলিশ গ্রেপ্তার অভিযান শুরু হয়। এর ধারাবাহিকতায় গতকাল শুক্রবার রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার আদাবর রিং রোড এলাকায় অভিযান চালিয়ে পাঁচ নেতাকে গ্রেপ্তার করা হয়।

সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ুন প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের রাতেই ঢাকা থেকে সিরাজগঞ্জ নিয়ে আসা হয়েছিল। আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।

প্রসঙ্গত, ১ সেপ্টেম্বর সিরাজগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষে বিএনপির নেতা–কর্মী ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় ৫ পুলিশ সদ্যসহ অন্তত ২৫ জন আহত হন। ঘটনার পরদিন সিরাজগঞ্জ সদর থানায় ১১৫ নেতা–কর্মীকে আসামি করে একটি মামলা করে পুলিশ। এ মামলায় এর আগে বিএনপির পাঁচ নেতা–কর্মীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।