মানিকগঞ্জে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বিরুদ্ধে মামলা
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বিরুদ্ধে মানিকগঞ্জে মামলা হয়েছে। এ ছাড়া মামলায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের নেতা, দুজন সংবাদকর্মীসহ আরও ৫৪ জনকে আসামি করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সাটুরিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান মামলাটি করেন।
২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির দলীয় প্রার্থী আফরোজা খান রিতার গাড়ি ভাঙচুর ও হামলার অভিযোগে ওই মামলা করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ (সাটুরিয়া, মানিকগঞ্জ পৌরসভা ও সদরের ৭ ইউনিয়ন) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ছিলেন জেলা বিএনপির সভাপতি আফরোজা খান। ওই বছরের ১১ ডিসেম্বর বিকেলে মামলার বাদীসহ প্রার্থী তাঁর রাজনৈতিক সহকর্মীদের সঙ্গে নিয়ে সাটুরিয়া উপজেলার উত্তর কাউন্নারা এলাকায় কালুশাহর মাজার জিয়ারত করতে যান। এ সময় জাহিদ মালেকের ইন্ধন ও অর্থায়নে বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা পূর্বপরিকল্পিতভাবে আফরোজা খানকে হত্যার উদ্দেশ্যে তাঁর গাড়িবহরের গতি রোধ করেন। এরপর আসামিরা বিএনপির প্রার্থীকে হত্যার উদ্দেশ্যে হামলা করেন। এ সময় হামলাকারী ব্যক্তিরা প্রার্থীর গাড়ি ভাঙচুর করেন। এ ছাড়া তাঁর বহরে থাকা ছয়টি মোটরসাইকেলে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। এ হামলায় প্রার্থীর সঙ্গে বহরে যাওয়া অন্তত ১০ জন গুরুতর আহত হন।
মামলার বাদীপক্ষের আইনজীবী আরিফ হোসেন বলেন, বিচারক মামলাটি আমলে নিয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দিয়েছেন।