সীতাকুণ্ডে গাছের সঙ্গে কাভার্ড ভ্যানের ধাক্কা, এক ব্যক্তি নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ডের নূনাছড়া এলাকায় একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগেছে। এ সময় কাভার্ড ভ্যানে থাকা এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম (৪৫)। তাঁর বাড়ি কুমিল্লা জেলায়। রাতে দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের সীতাকুণ্ড স্টেশনের সদস্যরা তাঁর লাশ উদ্ধার করে কুমিরা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা করেছে হাইওয়ে পুলিশ।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মচিন্দ্র লাল ত্রিপুরা প্রথম আলোকে বলেন, কাভার্ড ভ্যানটি গাছের সঙ্গে আটকে ছিল। দুর্ঘটনার পর চালক বের হয়ে যেতে পারলেও চালকের আসনের পাশে বসা জাহাঙ্গীর আলম বের হতে পারেননি। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে। আধা ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁর লাশ উদ্ধার করেন।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মাকসুদুর রহমান প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পর নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাঁরা এলে লাশটি হস্তান্তর করা হবে। কাভার্ড ভ্যানে থাকা মালামালের বিষয়ে সকাল পর্যন্ত কোনো প্রতিষ্ঠান পুলিশের সঙ্গে যোগাযোগ করেনি।