ঘরে ঝুলছিল স্বামী-স্ত্রীর মরদেহ, শিশুর কান্নায় ছুটে গেলেন প্রতিবেশীরা

পটুয়াখালী জেলার মানচিত্র

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় নিজ ঘরে স্বামী–স্ত্রীর ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। গতকাল সোমবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার লতাচাপলী ইউনিয়নের আছালত খাঁ গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুজন হলেন আছালত খাঁ গ্রামের মো. আরিফ হোসেন (২৭) ও তাঁর স্ত্রী রিয়া বেগম (২২)। স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে মহিপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

প্রতিবেশীরা জানান, আরিফ হোসেন পেশায় ফটোগ্রাফার। তিনি পর্যটনকেন্দ্র কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটকদের ছবি তুলে সংসার চালাতেন। গতকাল রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এরপর রাত ১২টার দিকে এ দম্পতির কন্যাশিশুর কান্না শুনে বাড়িতে গিয়ে দুজনের মরদেহ ঝুলতে দেখেন প্রতিবেশীরা। কীভাবে তাঁদের দুজনের মৃত্যু হয়েছে, তা কেউ বলতে পারছেন না।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন তালুকদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য আজ মঙ্গলবার সকালে দুজনের লাশ পটুয়াখালী জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।