টাকা না পেয়ে মাকে পিটিয়ে হত্যা

হত্যা
প্রতীকী ছবি

টাকা চেয়ে না পেয়ে এক নারীকে পিটিয়ে হত্যা করেছেন তাঁর ছেলে। বুধবার বিকেলে ঝিনাইদহে মহেশপুর উপজেলার স্বরুপপুর ইউনিয়নের কেশবপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর ওই যুবককে আটক করেছে পুলিশ।

নিহত নারীর নাম শ্যামলী খাতুন (৪৮)। তিনি কেশবপুর গ্রামের আনিচুর রহমানের স্ত্রী। তাঁকে মারধর করা ছেলের নাম রতন মিয়া (২৫)। তিনি এলাকায় মাদকাসক্ত হিসেবে পরিচিত।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বিকেল চারটার দিকে নিজ বাড়িতে রতন মিয়া মা শ্যামলী খাতুনের কাছে কিছু টাকার দাবি করেন। মা টাকা দিতে অস্বীকার করলে রতন উত্তেজিত হয়ে লাঠি দিয়ে মাকে পেটাতে থাকেন। একপর্যায়ে মা জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তখন রতন মিয়া পালিয়ে যান।

প্রতিবেশীরা এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় শ্যামলী খাতুনকে উদ্ধার করে পার্শ্ববর্তী জীবননগর হাসপাতালে নিয়ে যান। ওই হাসপাতালের চিকিৎসক ইয়াসিন আরাফাত জানান, ওই নারীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। ঘটনার পর হাসপাতালে আনার পথে তাঁর মৃত্যু হয়েছে।

এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ছেলে রতন মিয়াকে আটক করেছেন। মামলার প্রস্ততি চলছে বলে জানান এই কর্মকর্তা।

স্বরুপপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, কেশবপুর গ্রামের বাসিন্দা আবদুর রশিদ জানান, রতন মাদকাসক্ত। ইতিপূর্বে প্রায়ই টাকার জন্য তাঁর মায়ের সঙ্গে গোলমাল করতেন। ঘটনার সময় ওই নারীর স্বামী বাড়িতে ছিলেন, কিন্তু তিনি কোনো প্রতিবাদ করেননি। প্রতিবাদ করলে এ ঘটনা ঘটত না।