নাটোরে ট্রেনের বগি লাইনচ্যুত, দুই ঘণ্টা চলাচল বিঘ্নিত

নাটোরে ট্রেন লাইনচ্যুত হয়ে দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। রোববার বিকেলে আব্দুলপুর রেলওয়ে স্টেশনেছবি: সংগৃহীত

নাটোরের লালপুর উপজেলার আবদুলপুর রেলস্টেশনে আন্তনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হওয়ায় দুই ঘণ্টা ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে। আজ রোববার বিকেল ৪টা ৫০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সন্ধ্যা সাতটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আবদুলপুর রেলস্টেশন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনটি বিকেল ৪টা ৫০ মিনিটে আবদুলপুর রেলস্টেশনে ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়। এতে ট্রেনটি বিকট শব্দ করে থেমে গেলেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় আন্তনগর বাংলাবান্ধা ট্রেন ও একটি মালবাহী ট্রেন দুই ঘণ্টা আটকে থাকে। সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে লাইনচ্যুত ইঞ্জিন ও বগি ফেলে আরেকটি ইঞ্জিনের সাহায্যে পদ্মা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায় এবং বিকল্প লাইন দিয়ে অন্য ট্রেন চলাচল শুরু হয়।

আবদুলপুরের রেলস্টেশনের মাস্টার জিয়াউদ্দিন মাহমুদ বলেন, দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। লাইনচ্যুত ইঞ্জিন ও বগি দুর্ঘটনাস্থলে আছে। অন্য লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। তবে এ কারণে দুই ঘণ্টা ট্রেন চলাচল বিঘ্নিত হয়।