পুকুরে জাল ফেলে তোলা হলো দুই শিশুর লাশ

নোয়াখালী জেলার মানচিত্র

বাড়ির উঠানে খেলার একপর্যায়ে সাড়াশব্দ মিলছিল না দুই শিশুর। পরিবারের সদস্যরা তাদের খোঁজ না পেয়ে পুকুরে জাল ফেলে তল্লাশির সিদ্ধান্ত নেন। এ সময় জালে উঠে আসে দুই শিশুর অচেতন দেহ। পরে তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আজ রোববার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটেছে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রবিউল লালের বাড়িতে। নিহত দুই শিশু হলো ওই এলাকার মো. আবু সুফিয়ানের ছেলে মো. ইব্রাহীম (৪) ও মো. শরীফের ছেলে নাদিম হোসেন (৩)। তারা সম্পর্কে চাচাতো ভাই। স্বজনদের ধারণা, খেলার একপর্যায়ে পুকুরের পানিতে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে ওই দুই শিশুর।

পুকুর থেকে উদ্ধারের পর ইব্রাহীম ও নাদিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছিল। জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. সাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, হাসপাতালে আনার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছে।

ইব্রাহীম ও নাদিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার প্রথম আলোকে বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশের এক উপপরিদর্শককে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি ফিরে এলে বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে পরিবারের সিদ্ধান্তের ওপর পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।