কেন্দুয়ায় ছিন্নমূল মানুষের জন্য ২ টাকায় ইফতারি

কেন্দুয়ায় দুই টাকায় ইফতারি বিতরণ করছেন এক স্বেচ্ছাসেবী। বৃহস্পতিবার পৌর শহরে
ছবি: প্রথম আলো

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মাত্র দুই টাকার বিনিময়ে অসহায় ও ছিন্নমূল মানুষের মধ্যে ইফতারি বিতরণ করছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘তৃষিতপুর’। কলেজ ও বিশ্ববিদ্যালয়পড়ুয়া একদল তরুণের গড়ে তোলা সংগঠনটি পাঁচ বছর ধরে কেন্দুয়ার বিভিন্ন এলাকায় নানা মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এবারও উপজেলার বিভিন্ন হাটবাজার ও গ্রাম ঘুরে প্রতিদিন শতাধিক অসহায় ও ছিন্নমূল মানুষকে দুই টাকার বিনিময়ে ইফতারি বিতরণ করে আসছে। আজ বৃহস্পতিবার কেন্দুয়া পৌর শহরের বিভিন্ন মোড়ে মোড়ে ঘুরে ইফতারি বিতরণ করেন সংগঠনটির স্বেচ্ছাসেবীরা। তাঁদের ইফতারির একটি প্যাকেটে আছে খেজুর, আপেল, শসা, জিলাপি, মুড়ি, ছোলা বুট, বুন্দিয়া, বেগুনি ইত্যাদি।

আরও পড়ুন

সংগঠনটির সভাপতি সাকির আহমেদ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আরিফ আহমেদ জানান, তাঁদের সংগঠনের সদস্যসংখ্যা ৪০। ছিন্নমূল মানুষের জন্য মানবিক কাজ করার লক্ষ্যে ২০১৯ সালে তাঁরা যাত্রা শুরু করেন। শুরুর পর থেকেই রমজান মাসের প্রথম দিন থেকে ঈদের আগের দিন পর্যন্ত প্রতিদিন ১০০ জনকে দুই টাকা মূল্যে ইফতারি দেওয়া হচ্ছে। এ জন্য সংগঠনের প্রত্যেক সদস্য ১০০ টাকা করে চাঁদা দেন এবং সমাজের দানশীল ব্যক্তিরাও মাঝেমধ্যে সহায়তার হাত বাড়িয়ে দেন।

আরও পড়ুন

স্থানীয় মানবাধিকারকর্মী মামুনুল কবীর খান বলেন, ‘তৃষিতপুর’ বিভিন্ন সময় দুর্গত, দরিদ্র, শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সেবা দিয়ে যাচ্ছে। প্রতি কোরবানির ঈদে একটি গরু কোরবানি দিয়ে অসহায় হতদরিদ্রদের মধ্যে বিতরণ করে। তাদের মানবিক কাজগুলো নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তরুণেরা যত বেশি মানবিক কাজে এগিয়ে আসবেন, সমাজ তত বেশি সুন্দর হয়ে উঠবে।