নরসিংদীতে রেললাইন থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

ট্রেনে কাটা পড়ে মৃত্যু
প্রতীকী ছবি

গাজীপুরের কালীগঞ্জে রেললাইন থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এর মাধ্যমে খবর পেয়ে আজ শনিবার দুপুর ১২টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহত ওই বৃদ্ধার নাম লায়লা আক্তার (৬০)। তিনি গাজীপুরের কালীগঞ্জের চকজামালপুর গ্রামের অখিল উদ্দিনের স্ত্রী। লায়লা আক্তার গৃহবধূ ছিলেন বলে জানিয়েছেন তাঁর স্বজনেরা।

রেলওয়ে পুলিশ ধারণা করছে, সকালের দিকে ঢাকাগামী কোনো ট্রেনের ধাক্কায় লায়লা আক্তারের মৃত্যু হয়। ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে তিনি রেললাইনের পাথরের ওপর ছিটকে পড়েন। এতে মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এর পর থেকে তিনি সেখানেই পড়ে ছিলেন।

সকাল সাড়ে ১০টার দিকে ওই রেললাইন ধরে হেঁটে যাওয়ার সময় এক ব্যক্তি ওই নারীর লাশ ঘটনাস্থলে পড়ে থাকতে দেখেন। এ সময় তিনি বিষয়টি ৯৯৯–এ কল করে জানালে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন তৈরি করে তাঁর লাশ ফাঁড়িতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। নিহতের স্বজনদের খবর জানানো হয়েছে, তাঁরা এলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।