এর মধ্যে নিহত একজন হলেন গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানার কলমেশ্বর এলাকার নাজমুল হাসান (২৪)। আরেকজনের পরিচয় জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) শহিদুল্লাহ হিরু জানান, কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় অজ্ঞাতনামা এক যুবক ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৩৫ বছর। নিহত ব্যক্তির পরনে জিনস প্যান্ট ও নেভি ব্লু রঙের ফুলশার্ট রয়েছে। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এদিকে গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় টঙ্গী-জয়দেবপুর রেললাইনে ট্রেনে কাটা পড়েন নাজমুল হোসেন। তিনিও ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে সকালে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। নাজমুল মানসিক প্রতিবন্ধী বলে জানা গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এসআই শহিদুল্লাহ হিরু।