নির্বাচন এলেই একদল লোক মানুষকে ভুল বোঝায়: পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ১২০ জন উপকারভোগীর মধ্যে ছাগল বিতরণ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বুধবার দুপুরে
ছবি: প্রথম আলো

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘নির্বাচন এলেই একদল লোক মানুষকে ভুল বোঝায়। বেহেশতের লোভ আর দোজখের ভয় দেখায়। কোনো কাজে নাই, শুধু সমালোচনায় ব্যস্ত থাকে। এদের থেকে দূরে থাকতে হবে।’

বুধবার সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় হাওরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ১২০ জন উপকারভোগীর মধ্যে ২৪০টি ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শান্তিগঞ্জের এফআইভিডিবি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এম এ মান্নান বলেন, ‘শুধু মনে রাখবেন, কে কী করেছে। শেখ হাসিনাকে মনে রাখতে হবে। শেখ হাসিনা যত দিন আছেন, তত দিন কোনো ভয় নেই।’ দেশের উন্নয়নে আওয়ামী লীগের কোনো বিকল্প নেই মন্তব্য করে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকার কর্মিবান্ধব এবং অসহায় মানুষের সরকার। গরিব, দুঃখী ও অসহায় মানুষের পাশে থাকাই আওয়ামী লীগের রাজনীতি। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবন বাজি রেখে সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন।’

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার ভূমিহীনদের ঘর, কম দামে চালসহ নানা রকম ভাতা দিচ্ছে। নিরাপদ পানির জন্য টিউবওয়েল, ল্যাট্রিন, রাস্তাঘাট, কালভার্ট-ব্রিজ, ঘরে ঘরে বিদ্যুৎসহ সব সুযোগ-সুবিধা দিয়ে মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে। তাই আওয়ামী লীগের প্রতি সমর্থন অব্যাহত রাখতে হবে।

সুনামগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আসাদুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জুবায়ের আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার উজ জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ চৌধুরী প্রমুখ।