প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হয় স্কুলছাত্রী, বাড়ির পাশে ছড়ায় মিলল লাশ
মৌলভীবাজারের কুলাউড়ায় নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশের একটি ছড়ায় নাসিফা জান্নাত আনজুম (১৫) নামের এক স্কুলছাত্রীর লাশ পাওয়া গেছে। আজ শনিবার বিকেলে লাশটি উদ্ধার করা হয়।
নাসিফা উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের শেরপুর গ্রামের বাসিন্দা আবদুল খালিকের মেয়ে। সে স্থানীয় শ্রীপুর উচ্চবিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাসিফা স্থানীয় একটি কোচিং সেন্টারে প্রাইভেট পড়ার জন্য গত বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বের হয়। পরে আর ফিরেনি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। এ বিষয়ে স্বজনদের পক্ষ থেকে ওই দিনই রাতে কুলাউড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এদিকে আজ বিকেল ছয়টার দিকে বাড়ির পাশের একটি ছড়ায় নাসিফার লাশ ভাসতে দেখেন স্বজনেরা। খবর পেয়ে কুলাউড়া থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম আপছার রাত সোয়া আটটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, শিক্ষার্থী নাসিফার লাশে ফুলে গেছে। লাশে পচন ধরেছে। সুরতহাল প্রতিবেদন তৈরির সময় তার শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। কীভাবে ঘটনাটি ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার জেলা সদরে অবস্থিত ২৫০ শয্যার হাসপাতালের মর্গে পাঠানো হবে।