শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে মাছবাহী পিকআপ উল্টে নিহত ২, আহত ৪

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক
ফাইল ছবি

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে মাছবাহী পিকআপ উল্টে দুজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে উপজেলার হাঁসারা এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জের বাসিন্দা মো. হাফিজ (৪০) ও মো. শহিদুল ইসলাম (৩৫)। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন মাছ ব্যবসায়ী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ দুপুরে সাতজন ব্যবসায়ী মাছবাহী ওই পিকআপটিতে করে লৌহজং উপজেলার মাওয়া থেকে ঢাকার দিকে আসছিলেন। গাড়িটি হাঁসারা হাইওয়ে থানার কাছাকাছি এলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা দেয়। এতে গাড়িটি উল্টে যায়। এ সময় গুরুতর আহত হন পিকআপে থাকা ছয়জন। তাঁদের দ্রুত উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আকলিমা রৌশন বেলা তিনটার দিকে প্রথম আলোকে বলেন, বেলা দুইটার দিকে ছয়জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তাঁদের মধ্যে হাসপাতালে আনার আগেই দুজন মারা যান। অপর আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসার জন্য ঢাকার মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।

হাঁসারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার সিংহ বলেন, দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন, আহত হয়েছের চারজন। তাঁরা সবাই মাছ ব্যবসায়ী। মাওয়া থেকে মাছ নিয়ে তাঁরা ঢাকার দিকে যাচ্ছিলেন। নিহত ব্যক্তিদের লাশ হাঁসারা থানায় আছে বলে জানান ওসি।