ভারতে পাচারকালে দর্শনা থেকে ৩ কেজি ১৬৩ গ্রাম সোনার বার উদ্ধার

জব্দ করা সোনার বার
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১০টি সোনার বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার বিকেলে পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ঝাঁঝাডাঙ্গা চার রাস্তার মোড়ে এ অভিযান চালানো হয়।

জব্দ করা সোনার বারের ওজন ৩ কেজি ১৬৩ গ্রাম। বিজিবির দাবি, বারগুলো বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হচ্ছিল। চুয়াডাঙ্গা বিজিবি ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চুয়াডাঙ্গার দর্শনা থানার অন্তর্গত সুলতানপুর সীমান্তচৌকির (বিওপি) ঝাঁঝাডাঙ্গা গ্রামের মধ্য দিয়ে সোনার একটি বড় চালান পাচারের তথ্য পায় বিজিবি। ওই তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান ফোর্স নিয়ে ঝাঁঝাডাঙ্গা গ্রামের চার রাস্তার মোড়ে অবস্থান নেন। বেলা তিনটার দিকে ব্যাটারিচালিত একটি ভ্যান নাস্তিপুর সীমান্ত এলাকার দিকে যেতে দেখলে বিজিবির সশস্ত্র টহল দল ভ্যানের গতি রোধ করে। এ সময় ভ্যানের একজন আরোহী টহল দল দেখে দৌড়ে পালিয়ে যায়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিজিবির সদস্যরা ভ্যান থেকে গমের ভুসির একটি বস্তা জব্দ করেন। ভ্যানের আরোহী ব্যক্তিদের ভাষ্যমতে, বস্তাটি পালিয়ে যাওয়া ব্যক্তির। তবে কেউ তাঁর পরিচয় জানাতে পারেননি। এ সময় ভুসির বস্তায় তল্লাশি চালিয়ে ১০টি সোনার বার জব্দ করা হয়। যার ওজন ৩ কেজি ১৬৩ গ্রাম।

সোনার বার জব্দের ঘটনায় বিজিবির নায়েক দিদার বাদশা বাদী হয়ে দর্শনা থানায় একটি মামলা করেছেন। জব্দ করা সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।