সভ্য, উন্নত দেশ যেভাবে চলতে চায়, আমরা সেভাবে চলতে চাই: পরিকল্পনামন্ত্রী

মৌলভীবাজারে রেস্ট ইন হোটেলের সম্মেলনকক্ষে ‘মৌলভীবাজার জেলার উন্নয়ন ও আমাদের করণীয়’ শীর্ষক সেমিনার। আজ বুধবার দুপুরে
ছবি: প্রথম আলো

আমরা ভুখা-নাঙা থাকতে চাই না। আমরা স্মার্ট বাংলাদেশ চাই। সভ্য, উন্নত দেশ যেভাবে চলতে চায়। আমরা সেভাবে চলতে চাই। আমাদের সবকিছু আছে। পরিশ্রম আছে, ইচ্ছা আছে, উদ্দেশ্য আছে। নেতৃত্ব আছে।

আজ বুধবার দুপুরে মৌলভীবাজারে রেস্ট ইন হোটেলের সম্মেলনকক্ষে ‘মৌলভীবাজার জেলার উন্নয়ন ও আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এসব কথা বলেন।

মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় চাই ওয়ার্ল্ড ওয়াইড ক্যাম্পেইন গ্রুপ এই সেমিনারের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক উর্মি বিনতে সালাম। কর্মসূচি সমন্বয়ক মোহাম্মদ মকিস মনসুরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান ও মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন।

বক্তব্য দেন প্রবাসী ও আওয়ামী লীগ নেতা এম এ রহিম ও সাইফুর রহমান, প্রবাসী মাসুদ আহমদ, সৈয়দ আশরাফুল ইসলাম ও শেখ ফারুক আহমদ। ক্যাম্পেইন গ্রুপ মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয়, মনু নদের ওপর একটি নতুন সেতু নির্মাণ, শমসেরনগর বিমানবন্দর চালুসহ বিভিন্ন দাবিদাওয়া নিয়ে এই সেমিনারের আয়োজন করে।

পরিকল্পনামন্ত্রী এম এ মানান্ন বলেন, ‘বৈশ্বিক কারণে সারা দুনিয়ায় টালমাটাল চলছে। আমরা বর্তমানে সামান্য কিছু আর্থিক চাপে আছি। ভয় পাবেন না। ভয়ের কোনো ব্যাপার নয়। আমরা স্বাস্থ্যবান আছি। তবে আমরা বছর চারেক আগে, কোভিডের আগে যে পর্যায়ে ছিলাম, সে পর্যায়ে নেই। এ জন্য আপনারা মাঝেমাঝে ফিল করেন উন্নয়নের গতি কমে গেছে। আমরা অচিরেই এই গতি অর্জন করতে পারব, হাতের কাজগুলো সম্পূর্ণ করতে পারব। আরও অনেক কাজ বাকি আছে।’

তিনি বলেন, ‘উন্নত দেশের জন্য ধারাবাহিক শান্তি-শৃঙ্খলা, স্থিতিশীলতা খুবই প্রয়োজন। যদি শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হয়, স্থিতিশীলতা নষ্ট হয়। দুনিয়ার কোনো শক্তি উন্নত করতে পারবে না। এই শান্তি-শৃঙ্খলা অর্জন, উন্নয়ন অর্জন সম্ভব। এর জন্য প্রয়োজন ইতিবাচক দৃষ্টিভঙ্গি, মনোভাব। মেরে ফেলব, কেটে ফেলব, কথা বলতে দেব না। হাসিনাকে চলে যেতে হবে। এটা গণতন্ত্রের ভাষা নয়, উন্নয়নের ভাষা নয়। সভ্য সমাজের ভাষা নয়।’ এ রকম পরিস্থিতিতে বাঙালিদের সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা কি হরতাল-ঘেরাওয়ে আবার ফিরে যেতে চাই। নাকি গত কয়েক বছরে যা অর্জন করা হয়েছে, তা টেকসই করে এগিয়ে যাব।’

স্থানীয় বিভিন্ন দাবিদাওয়া বাস্তবায়ন প্রসঙ্গে এলাকাবাসীকে নিশ্চিত এবং মৌলভীবাজারের প্রতি তাঁর ভালোবাসার কথা উচ্চারণ করে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন পর্যায়ক্রমে সব জেলায় একটি মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় করা হবে। মৌলভীবাজারে অচিরেই মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় হয়ে যাবে। আর মনু নদে কাজ হচ্ছে। মনু নদ আর দুঃখ নয়, মনু নদ সুখ হয়ে উঠবে।’

মনু নদে নতুন সেতুর বিষয়ে স্থানীয় প্রশাসনকে স্থান নির্ধারণের পরামর্শ দেন মন্ত্রী।

চলমান পরিস্থিতি সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘তাদের (বিরোধী দলের) অংশীদারত্ব দরকার। অংশগ্রহণ দরকার। আমরা তো মাঠে আছি। আমরা খেলছি। আমরা সুন্দর খেলা চাই। কিন্তু ভিন্ন পক্ষ যদি না খেলে মাঠের বাইরে ফাউল করে, তাহলে কী করে সুন্দর খেলা হবে। শুধু ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি নয়। পরিবেশের উন্নয়ন, জাতির মানসিকতার পরিবর্তন, সেগুলো আমাদের দায়িত্ব। রাজনৈতিক দলের দায়িত্ব। এগুলো বিবেচনায় রেখে যাঁরাই এ খেলায় আছেন, তাঁদের সহিষ্ণু হতে হবে।’