সহ-উপাচার্যের নামে হোয়াটসঅ্যাপ চ্যাট ছড়ানোর অভিযোগে থানায় জিডি

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সহ-উপাচার্য অধ্যাপক মাহবুবুর রহমানের নামে হোয়াটসঅ্যাপ কথোপকথনের একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। গত সোমবার সহ-উপাচার্যের পক্ষে তাঁর একান্ত সচিব সোহেল রানা ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় জিডিটি করেছেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান প্রথম আলোকে বলেন, এ ঘটনায় জিডি হয়েছে। একজন উপপরিদর্শককে তদন্ত করতে দেওয়া হয়েছে।

জিডিতে সহ–উপাচার্যের একান্ত কর্মকর্তা সোহেল রানা উল্লেখ করেন, ১০ মার্চ রাত ১১টার দিকে ‘ইবি ভাইরাল নিউজ’ নামে একটি ফেসবুক আইডি থেকে বিশ্ববিদ্যালয়ের বর্তমান সহ-উপাচার্যকে জড়িয়ে একটি স্ট্যাটাস দেওয়া হয়। যেখানে লেখা ছিল, ‘মালি নিয়োগ নিয়ে প্রোভিসি খাম্বা মাহবুবুর রহমানের সাথে তাঁর ঘনিষ্ঠ চন্দনের কথোপকথন ফাঁস। রশিদের চাকরি শিওর করেছেন প্রোভিসি খাম্বা মাহবুব।’ এ বিষয়ে জানার চেষ্টা করেও বিশ্ববিদ্যালয় প্রশাসন খোঁজ পেতে ব্যর্থ হয় বলে জিডিতে উল্লেখ করা হয়।

চন্দন নামের যে ব্যক্তির নাম স্ক্রিনশটে আছে ধারণা করা হয়, তিনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও সংস্থাপন শাখার উপরেজিস্ট্রার চন্দন কুমার দাস। তিনি প্রথম আলোকে বলেন, ‘স্ক্রিনশটটা আমি দেখেছি। এটা সম্পূর্ণ মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক। এ নিয়ে আমরা আইনানুগ ব্যবস্থা নিয়েছি। বাকিটা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।’

সহ–উপাচার্য অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ইতিমধ্যে থানায় জিডি করা হয়েছে। এগুলো সম্পূর্ণ মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক।