সাতক্ষীরায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে চালকের মৃত্যু
সাতক্ষীরায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সবুজ হোসেন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের বিশ্বাসবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সবুজের মৃত্যু হয়। এ সময় দুজন আহত হয়েছেন।
নিহত সবুজ হোসেন সাতক্ষীরা সদর উপজেলার জোরদিয়া গ্রামের আজিজুল ইসলামের ছেলে। তিনি পেশায় ওয়েল্ডিং মিস্ত্রি। আহত দুজন হলেন একই গ্রামের তৌফিক হাসান (১৬) ও সাইফুল ইসলাম (২৩)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সবুজ হোসেন গতকাল রাতে ব্যাংকদহ বাজারের দোকান থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথে জোরদিয়া বিশ্বাসবাড়ি এলাকায় পৌঁছালে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান। এ সময় মোটরসাইকেলটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা তৌফিক ও সাইফুলকে ধাক্কা দেয়। এতে সবুজ সড়কের ওপর ছিটকে পড়লে পথচারীসহ তিনজনই গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন আহত তিনজনকে উদ্ধার করে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে সবুজ হোসেনকে অপর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করার পর রাত ১২টার দিকে সেখানকার চিকিৎসক সবুজকে মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফখরুল আলম বলেন, সড়ক দুর্ঘটনায় আহত সবুজ হোসেন নামের এক যুবক সাতক্ষীরা শহরের একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন। নিহত যুবকের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করার অনুমতি দেওয়া হয়েছে। এ দুর্ঘটনায় আহত অন্য দুজন সাতক্ষীরা শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।