কুড়িগ্রামে দুই টাকায় ব্যাগভর্তি সবজি ‘বিক্রি’

কুড়িগ্রামে দুই টাকার সবজির বাজার থেকে সবজি নিচ্ছেন দরিদ্র মানুষেরা। গতকাল বিকেলে কুড়িগ্রাম কলেজ মোড় বিজয় স্তম্ভের সামনে
ছবি: প্রথম আলো

কুড়িগ্রামে গরিব ও অসহায় মানুষের মধ্যে দুই টাকায় ব্যাগভর্তি সবজি ‘বিক্রি’ করছে ‘ফুল’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। গতকাল বুধবার বিকেলে কুড়িগ্রাম কলেজ মোড় বিজয় স্তম্ভের সামনে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

ঈদের আগের দিন পর্যন্ত জেলা সদর ও ফুলবাড়ী উপজেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে দুই টাকায় সবজি বিক্রির কার্যক্রম চালানো হবে বলে জানিয়েছে সংগঠনটি।

উদ্বোধনী দিনে দেড় শতাধিক শারীরিক প্রতিবন্ধী, ভিক্ষুক ও দরিদ্র মানুষের মধ্যে এক কেজি আলু, এক কেজি বেগুন, একটি লাউ, একটি মিষ্টিকুমড়া এবং একটি করে ডিম দেওয়া হয়। পুরো প্যাকেজটির বাজারমূল্য দেড় শ টাকার বেশি হলেও দরিদ্র মানুষেরা পেয়েছেন মাত্র দুই টাকায়।

এই কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জ্যেষ্ঠ সাংবাদিক সফি খান, সমাজকর্মী আহসান হাবীব, সাংবাদিক ইউসুফ আলমগীর, ওয়াহিদুজ্জামান তুহিন এবং ফুল সংগঠনের নির্বাহী পরিচালক আবদুল কাদের।

দুই টাকার বাজারে সবজি কিনতে আসা খেজুরতলা (নতুন শহর) এলাকার বাসিন্দা জোছনা বেগম বলেন, ‘মানসের (মানুষের) বাসায় কাম করি খাই। কোনো দিন ব্যাগ ভরে বাজার করবের পাই না। বাজারে জিনিসপাতির দাম বেশি। আজ দুই টাকায় ব্যাগ ভরে আলু, বেগুন, কুমড়া ও লাউ কিনছি।’

আরাজি পলাশবাড়ী গ্রামের প্রতিবন্ধী আকবর আলী বলেন, ‘সারা দিন ভিক্ষা করে যে টাকা পাই, তাক দিয়ে বাজারে দুই সের চাউল কিনলে আর সবজি কিনবের ট্যাকা থাকে না। ভালমন্দ সবজি, মাছ, ডিম খামো, তাঁর সামর্থ্য নাই। আজ দুই ট্যাকায় ডিম, আলু, বেগুন, মিষ্টিকুমড়া ও লাউ কিনছি। আল্লাহ এমার (এদের) ভালো করুক।’

সমাজকর্মী আহসান হাবীব বলেন, ফুল সংগঠনটি কুড়িগ্রাম জেলার অসহায় মানুষের জন্য কয়েক বছর থেকে বিভিন্ন ধরনের কার্যক্রম চালিয়ে আসছে। এই সময়ে দুই টাকায় কয়েক পদের প্রায় চার কেজি পরিমাণ সবজি বিতরণ একটি মহৎ উদ্যোগ।

সংগঠনের সদস্যদের চাঁদা ও বিত্তবানদের সহায়তায় এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ‘ফুলের’ নির্বাহী পরিচালক আবদুল কাদের। তিনি বলেন, ঈদের আগপর্যন্ত পর্যায়ক্রমে কুড়িগ্রাম সদর ও ফুলবাড়ী উপজেলার প্রতিটি ইউনিয়নে এ বাজার বসানো হবে। সেখানে এসে দরিদ্র মানুষেরা দুই টাকায় সবজি কিনতে পারবেন।