‘অনেক স্বপ্ন ছিল, দুর্ঘটনায় সব চুরমার হয়ে গেল’

দুর্ঘটনায় নিহত বরিশাল ক্যাডেট কলেজের শিক্ষার্থী সালমান রহমান
ছবি: সংগৃহীত

মেধাবী সালমান রহমান ওরফে জুবায়েরকে (১৫) নিয়ে অনেক স্বপ্ন ছিল শিক্ষক মা–বাবার। ছেলে লেখাপড়া করে চিকিৎসক হবে। মানুষের সেবা করে পরিবার ও দেশের মুখ উজ্জ্বল করবে। তেমনই স্বপ্ন নিয়ে ছেলেকে ভর্তি করেছিলেন বরিশাল ক্যাডেট কলেজে। কিন্তু একটি দুর্ঘটনায় তাঁদের সব স্বপ্ন চুরমার হয়ে গেল।

সালমান রহমান বরিশাল ক্যাডেট কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল। বিদ্যালয়ের বার্ষিক প্রশিক্ষণের সময় নিচে পড়ে গুরুতর আহত হয় সে। গত মঙ্গলবার সন্ধ্যায় বরিশালের শেখ হাসিনা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সালমান পটুয়াখালীর গলাচিপা সরকারি কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মো. শাহজালাল ও কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মনিরা সুলতানার বড় ছেলে। গতকাল বুধবার জানাজা শেষে সালমানকে গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নে তার গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সালমানের ছোট ভাই সায়াদ রহমান দ্বিতীয় শ্রেণিতে পড়ে।

গলাচিপা শহরের সামুদাবাদ সড়কে সালমানদের বাসায় এখন শোকাচ্ছন্ন নীরবতা। সালমানের বাবা মো. শাহজালাল ছেলের শোকে কথা বলতে পারছিলেন না। তিনি শুধু বললেন, তাঁদের কত স্বপ্ন ছিল সালমানকে নিয়ে। লেখাপড়া করে সে বড় চিকিৎসক হবে। কিন্তু একটি দুর্ঘটনা তাঁদের সব স্বপ্ন চুরমার করে দিল।

দুই ভাইয়ের মধ্যে সালমান ছোটবেলা থেকে অত্যন্ত মেধাবী। সে গলাচিপা শহরের বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশিপ স্কুল থেকে প্রাথমিক সম্পন্ন করে। ২০১৮ সালে পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পায়। এরপর ভর্তি হয় বরিশাল ক্যাডেট কলেজে।

বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশিপ স্কুলের উপাধ্যক্ষ মো. সাইফুল ইসলাম বলেন, ‘সালমান অত্যন্ত মেধাবী ছিল। লেখাপড়ার পাশাপাশি সব ব্যাপারে পারদর্শী ছিল। আমরা শিক্ষকেরা তাকে নিয়ে গর্ব করতাম। কিন্তু হঠাৎ তাঁর মৃত্যুর খবরে সবাই মর্মাহত হয়েছি। ওর মতো মেধাবী এভাবে অকালে চলে যাবে, ভাবা যায় না।’

আরও পড়ুন

গতকাল বিকেলে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুরে ক্যাডেট কলেজের ভেতরে বার্ষিক একটি প্রশিক্ষণের সময় সালমান পড়ে যায় এবং নিচে লোহার বিমে গুরুতর আঘাত পায়। এরপর আহত অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে কলেজ হাসপাতালে আনা হয়। পরে সালমানকে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা সেনানিবাসের সিএমএইচে নেওয়ার পর সন্ধ্যা ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়।