সিলেটে নবনির্বাচিত চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়ে ওসির পোস্ট, সমালোচনার পর ডিলিট

ওসি মোহাম্মদ মিজানুর রহমান

সিলেট সদর উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সহসভাপতি সুজাত আলী রফিককে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন মহানগরের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান।

আজ বুধবার রাত সাড়ে নয়টার দিকে ওসি ওই স্ট্যাটাস দেন। এ নিয়ে সমালোচনা শুরু হলে আধা ঘণ্টা পর স্ট্যাটাসটি মুছে ফেলেন তিনি।

ফেসবুকে দেওয়া স্ট্যাটাসের স্ক্রিনশট

খোঁজ নিয়ে জানা গেছে, ‘ওসি জালালাবাদ এসএমপি সিলেট’ ফেসবুক আইডি থেকে রাত সাড়ে নয়টার দিকে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়ে স্ট্যাটাস দেওয়া হয়। এতে ইংরেজিতে লেখা ছিল, ‘কংগ্রাচুলেশনস ডিয়ার সুজাত আলী রফিক’। ওসির অফিশিয়াল ফেসবুক আইডি থেকে স্ট্যাটাস দেওয়ার পরপরই এ নিয়ে সমালোচনা শুরু হয়। আধা ঘণ্টা পর স্ট্যাটাসটি সরিয়ে নেওয়া হয়।

জানতে চাইলে ওসি মোহাম্মদ মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ওহ এমনিই লেখছিলাম। পরে সাথে সাথে রিমুভ করে দিছি। লেখাটাতে শুধু কংগ্রাচুলেশনস লেখা ছিল। আমরা অভিনন্দন আরও পরে দেব। সরি বলেছি আমি।’

উল্লেখ্য, মহানগরের ছয়টি থানার মধ্যে জালালাবাদ থানাসহ মোট তিনটি থানা সদর উপজেলার ভেতরে পড়েছে।