এবার নৌকার পক্ষে ভোট চাইলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার

সিলেট সিটি নির্বাচনে নৌকা প্রতীকের মেয়র প্রার্থীর জন্য ভোট চেয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম। শনিবার বিকেলে নগরের পূর্ব মীরাবাজার এলাকায়
ছবি: সংগৃহীত

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম। আজ শনিবার বিকেলে নগরের পূর্ব মীরাবাজার এলাকায় প্রার্থীর সমর্থনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি আহ্বান জানান।

এর আগে গতকাল শুক্রবার নগরের দরগাহ গেট এলাকার একটি রেস্তোরাঁয় আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর সমর্থনে নৌকার পক্ষে স্লোগান দেন সরকারি হাসপাতালের নার্সরা।

সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬-এর ২২ নম্বর ধারায় উল্লেখ করা আছে, সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী নির্বাচন-পূর্ব সময়ে নির্বাচনী এলাকায় প্রচারণায় বা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না। ওই ধারা অনুযায়ী রেজিস্ট্রার নৌকা প্রতীকের পক্ষে ভোট চেয়ে আচরণবিধি লঙ্ঘন করেছেন।

এ বিষয়ে সিলেট সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের প্রথম আলোকে বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন। আচরণবিধি অনুযায়ী তিনি প্রচার চালাতে পারেন না।

খোঁজ নিয়ে জানা গেছে, আজ বেলা তিনটায় নগরের মীরাবাজার এলাকার একটি রেস্তোরাঁ মিলনায়তনে বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা শাখার উদ্যোগে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে এক মতবিনিময় সভা হয়। সেখানে রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম অতিথির বক্তব্য দেন এবং সার্বক্ষণিক মঞ্চে বসা ছিলেন। বক্তব্যে তিনি আওয়ামী লীগ যোগ্য প্রার্থীকে মনোনয়ন দিয়েছে উল্লেখ করে তাঁর পক্ষে নৌকা প্রতীকে ভোট চান।

আরও পড়ুন

তবে কোনো নির্বাচনী প্রচারণায় অংশ নেননি বলে প্রথম আলোর কাছে দাবি করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম। তিনি বলেন, ‘আমি বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। সে হিসেবে ওই সভায় গিয়েছি। কোনো নির্বাচনী প্রচারে অংশ নিইনি। আচরণবিধি লঙ্ঘিত হয়, এমন কোনো ঘটনাও ঘটাইনি।’

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২১ জুন ইভিএমে ভোট হবে। ২৩ মে সিলেট সিটি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র বাছাই ২৫ মে ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১ জুন। প্রতীক বরাদ্দ হবে ২ জুন।