সংসদ সদস্য হলে নান্দাইলের সব সাংবাদিককে ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি মনোনয়নপ্রত্যাশীর

জালাল উদ্দিন মাস্টার
ছবি: প্রথম আলো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন মো. জালাল উদ্দিন মাস্টার। দলীয় মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হলে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় কর্মরত প্রত্যেক সাংবাদিককে একটি করে ফ্ল্যাট উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। গতকাল বুধবার নান্দাইল প্রেসক্লাবের সামনে মতবিনিময় করে সাংবাদিকদের তিনি এ প্রতিশ্রুতি দেন।

সভায় জালাল উদ্দিন মাস্টার বলেন, নান্দাইল আসনে অনেকেই সংসদ সদস্য হয়েছেন। কিন্তু সাংবাদিকদের জন্য কেউ কিছু করেননি। তিনি সাংবাদিকদের দুঃখ-কষ্ট বোঝেন। তাই সব সাংবাদিক যাতে একসঙ্গে বসবাস করতে পারেন, সে জন্য তিনি তাঁদের প্রত্যেককে একটি করে ফ্লাট দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন।

এ সময় সাংবাদিকেরা প্রতিশ্রুতিটি আবার শুনতে চাইলে তিনি মাইক হাতে নিয়ে পুনরায় তা উল্লেখ করেন। তাঁর এ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

গতকালের মতবিনিময় সভায় জালাল উদ্দিন মাস্টারের সঙ্গে ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল ওয়াদুদ ভূঁইয়া উপস্থিত ছিলেন। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, জালাল উদ্দিন মাস্টার দীর্ঘদিন ধরে এলাকার মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। শীতের সময় শীতবস্ত্র দিচ্ছেন, হতদরিদ্রদের ঘর নির্মাণ করে দিচ্ছেন, মসজিদ নির্মাণ করছেন। বিভিন্ন ইউনিয়নের মসজিদ ও ইমাম-মুয়াজ্জিনদের আর্থিক সহায়তা দিচ্ছেন। সাংবাদিকেরা যেন জালাল উদ্দিন মাস্টারের এসব কাজের কথা সঠিকভাবে গণমাধ্যমে তুলে ধরেন। জালাল উদ্দিন মাস্টারও সাংবাদিকদের কাছে প্রতিদান আশা করেন।