ফেসবুকে মন্তব্য করার জেরে কৃষক লীগ নেতাকে পিটিয়ে জখম
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় মহি উদ্দিন নামের এক কৃষক লীগ নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। ফেসবুক পোস্টের নিচে মন্তব্য করার ঘটনায় চরমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইউছুফ আলী মিয়ার ছেলে আরাফাত হোসেন এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার দুপুরে উপজেলার মুন্সিরহাট বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,মহি উদ্দিন মুন্সিরহাট ইউনিয়ন কৃষক লীগের সভাপতি।চরমার্টিন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইউছুফ আলী মিয়ার আরেক ছেলে আল আমিন সম্প্রতি ফেসবুকে পোস্ট করেন, ‘অচিরেই মুন্সিরহাটে আওয়ামী লীগের লোকজন মাইর খাবে।’ বিষয়টি নিয়ে ওই এলাকার নুরনবী নামের এক ব্যক্তি আরেকটি স্ট্যাটাস দেন। ওই পোস্টে মহি উদ্দিন মন্তব্য করেন, চরমার্টিন ইউনিয়ন আওয়ামী লীগের এক সর্বোচ্চ নেতার কাছে তিনি মাছের টাকা পান।
এর জেরে গতকাল শুক্রবার রাতে ইউছুফ আলী মিয়ার ছেলে আরাফাত মহি উদ্দিনকে মুঠোফোনে কল করে মেরে ফেলার হুমকি দেন। আজ দুপুরে মহি উদ্দিন মুন্সিরহাট বাজারে গেলে আরাফাত চা দোকান থেকে তাঁকে উঠিয়ে নিয়ে পিটিয়ে গুরুতর জখম করেন। পরে স্থানীয় ব্যক্তিরা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে তাঁর চিকিৎসা চলছে।
হাসপাতালে চিকিৎসাধীন মহি উদ্দিন বলেন, ‘আমি নুরনবীর ফেসবুক পোস্টের নিচে ‘‘আওয়ামী লীগ নেতার কাছে মাছের টাকা পাব’’ বলে কমেন্ট করায় চেয়ারম্যান ইউছুফ আলী মিয়া ছেলে আরাফাত আমাকে মুঠোফোনে মেরে ফেলার হুমকি দেয়। পরে আজ আমি মুন্সিরহাট বাজারে গেলে সে লোকজন নিয়ে আমাকে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে।’
মহি উদ্দিনের ওপর হামলা চালানোর অভিযোগের বিষয়ে কথা বলার জন্য আরাফাতের মুঠোফোনে ফোনে করা হলেও তিনি ধরেননি।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান বলেন, ‘ঘটনাটি শোনার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আমি নিজে হাসপাতালে গিয়ে মহিউদ্দিন সঙ্গে কথা বলেছি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’