চকরিয়ায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা সবাই ছাদ ঢালাইয়ের কাজের শ্রমিক। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে হারবাং ইউনিয়নের কলাতলী এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন—চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের করমুহুরী পাড়ার রিদুয়ান (৩৪), সামাজিকপাড়া এলাকার আবু বক্কর (৩০), জয়নাল (৩৫) ও উত্তর হারবাংয়ের বক্তাতলী এলাকার মহি উদ্দিন (৪৪)। দুর্ঘটনায় আরও চারজন আহত হয়েছেন, কিন্তু তাঁদের পরিচয় জানা যায়নি। তাঁদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গাজীপুর থেকে আসা যাত্রীবাহী বাসটি কক্সবাজার যাচ্ছিল। বাসটি উত্তর হারবাংয়ের কলাতলী এলাকায় পৌঁছালে লোহাগাড়াগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চারজন নিহত ও চারজন আহত হন।

হারবাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মেহেরাজ উদ্দিন প্রথম আলোকে বলেন, দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানে ১৮ থেকে ২০ জন যাত্রী ছিলেন। নিহত ব্যক্তিরা সবাই দিনমজুর। তাঁরা লোহাগাড়া উপজেলার দরবেশহাট এলাকায় একটি ভবনের ছাদ ঢালাইয়ের শ্রমিক হিসেবে কাজে যাচ্ছিলেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী বলেন, চারজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যান ও বাসটি চিরিংগা হাইওয়ে থানার হেফাজতে রাখা হয়েছে, তবে দুই গাড়ির চালক ও তাঁদের সহকারীকে আটক করা যায়নি। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।