সুরম্য সিলেটে আজ ও কালের আয়োজন

সিলেট নগরের ঐতিহ্যবাহী কিনব্রিজফাইল ছবি

সিলেটে আজ বৃহস্পতিবার ও কাল শুক্রবার বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন থাকছে। জেনে নিন কয়েকটি অনুষ্ঠান ও কর্মসূচির খবর।

উইমেন ফর উইমেন রাইটস: তিন দিনব্যাপী নারী উদ্যোক্তা পণ্যমেলার উদ্বোধন, বৃহস্পতিবার সকাল ১০টায়, নগরের সুবিদবাজার এলাকার সোনার বাংলা কমিউনিটি সেন্টারে। সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের আয়োজনে দশ দিনব্যাপী নাট্য প্রদর্শনীর উদ্বোধনীতে অতিথিরা
ছবি: প্রথম আলো

সম্মিলিত নাট্য পরিষদ: একুশের চেতনায় আয়োজিত ১০ দিনব্যাপী নাট্যোৎসবের সমাপনী পর্ব ও নাটক মঞ্চায়ন, নগরের রিকাবীবাজার এলাকায় কবি নজরুল মিলনায়তনে, বৃহস্পতিবার বিকেল পাঁচটায় সমাপনী পর্ব ও সন্ধ্যা সাতটায় বিদ্যুৎ কর রচিত ও রজতকান্তি গুপ্ত নির্দেশিত ‘সুখের খোঁজে সুখলাল’ নাটকের মঞ্চায়ন।

জেএস ফাউন্ডেশন ও অনুশীলন একাডেমি: শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, শুক্রবার বেলা সাড়ে ৩টায়, নগরের পূর্ব শাহি ঈদগাহ এলাকার সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে।

শ্রীহট্ট সৎসঙ্গ বিহার: শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শুভ ১৩৬তম সিলেট বিভাগীয় জন্ম-মহোৎসব ও ৩৬তম শ্রীহট্ট সৎসঙ্গ বিহার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মী সম্মেলন, বৃহস্পতিবার রাত ৮টা ৩১ মিনিটে, নগরের পনিটুলা এলাকার লামারবাড়ির মাঠে।