যশোর জেলার মানচিত্র

পরনের লুঙ্গির নিচে হাফপ্যান্টে লুকিয়ে পাচারের সময় যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত এলাকা থেকে ১ কেজি ৯৮৫ গ্রাম ওজনের ১৭টি সোনার বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ওই ব্যক্তির নাম মোনতাজ হোসেন (৪৫)।

আজ শুক্রবার সকালে তাঁকে আটক করে পুলিশে দিয়েছে বিজিবির খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)। মোনতাজ উপজেলার পুটখালী গ্রামের দ্বীন মোহাম্মাদের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে রুদ্রপুর সীমান্তে অভিযান চালিয়ে মোনতাজকে আটক করা হয়। এ সময় তাঁর পরনের লুঙ্গির নিচে হাফপ্যান্টের পকেটে লুকানো ১৭টি সোনার বার উদ্ধার করা হয়। জব্দকৃত সোনার মূল্য প্রায় দুই কোটি টাকা। পরে বিজিবির পক্ষ থেকে চোরাচালানের একটি মামলা দিয়ে মোনতাজকে শার্শা থানা–পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

বিজিবির খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানভীর রহমান বলেন, জব্দকৃত সোনা কয়েক হাত বদল হয়ে ভারতে পাচার হতো। যাঁকে আটক করা হয়েছে, তিনি হলেন সোনা চোরাচালানের বাহক। মূল চোরাকারবারি ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন।

বিজিবির দাবি, শার্শা সীমান্ত থেকে গত ছয় মাসে চোরাচালানের সময় প্রায় ১০ কেজি সোনা জব্দ করা হয়েছে। এই সময় ছয়জনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। জব্দকৃত এসব সোনার দাম সাড়ে ৭ কোটি টাকার বেশি।