বাবুবাজার সেতুতে যান চলাচল স্বাভাবিক

স্বাভাবিকভাবেই চলছে বুড়িগঙ্গা দ্বিতীয় (বাবুবাজার) সেতু দিয়ে যান চলাচল ।আজ বেলা দুইটার দিকে তোলা।
ছবি: প্রথম আলো

আজ শনিবার সকাল থেকে বুড়িগঙ্গা দ্বিতীয় (বাবুবাজার) সেতু ও কেরানীগঞ্জের কদমতলী এলাকায় যান চলাচল স্বাভাবিক ছিল। এ ছাড়া আজ ভোর থেকে বুড়িগঙ্গা প্রথম (পোস্তগোলা) সেতুতে হালকা যানবাহন চলাচল করছে।

দুপুরে বাবুবাজার সেতু ও সেতুর দক্ষিণ প্রান্ত কদমতলী মোড় এলাকায় গিয়ে দেখা যায়, দক্ষিণাঞ্চল থেকে আসা রাজধানীগামী যানবাহন সেতুতে স্বাভাবিক অবস্থায় চলাচল করছে। সেতুর ওপর যানবাহনের জটলা নেই। কদমতলী এলাকায়ও যানবাহনের চাপ দেখা যায়নি।

যশোর থেকে আসা গোল্ডেন লাইন পরিবহনের চালক তাহের মিয়া বলেন, ‘গতকাল শুক্রবার কদমতলী ও সেতুর ওপর যানবাহনের চাপ ছিল। কদমতলী থেকে তাঁতীবাজার পর্যন্ত যেতে ঘণ্টাখানেক সময় লেগেছে। কিন্তু আজ সেতুতে যানবাহনের চাপ ছিল না। যানজট ছাড়াই কদমতলী থেকে তাঁতীবাজার পর্যন্ত যেতে পেরেছি।’
বরিশাল থেকে আসা হানিফ পরিবহনের চালক শহিদুল মিয়া বলেন, ‘আজ কদমতলী এলাকায় ও সেতুতে যানজটে পড়তে হয়নি। কোনো রকম ভোগান্তি ছাড়া সেতু পার হতে পেরেছি।’

তাঁতীবাজার থেকে মাওয়া রুটে চলাচলকারী মিনিবাসের চালক রবিন হোসেন বলেন, ‘নয়াবাজার এলাকায় সড়ক সংস্কারের কাজ চলছে। তাই তাঁতীবাজার থেকে সেতু পর্যন্ত আসতে কিছুটা সময় লেগেছে। তবে সেতুর ওপর যানবাহনের জট ছিল না।

কদমতলী এলাকার দায়িত্বরত ঢাকা জেলা (দক্ষিণ) ট্রাফিক পুলিশের উপপরিদর্শক আশরাফুল আলম বলেন, আজ সরকারি ছুটির দিন হওয়ায় যানবাহনের চাপ কম। কদমতলী ও বাবুবাজার সেতুর ওপর যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। সড়ক যানজটমুক্ত রাখতে ট্রাফিক পুলিশ সদস্যরা কাজ করে যাচ্ছেন।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কেরানীগঞ্জ সড়ক সার্কেলের উপসহকারী প্রকৌশলী চৌধুরী সাজ্জাদ আরেফিন বলেন, আজ ভোর থেকে বুড়িগঙ্গা প্রথম (পোস্তগোলা) সেতু দিয়ে হালকা মানের যানবাহন করছে। তবে সেতুর ওপর যানবাহন ধীরগতিতে চালানোর জন্য চালকদের সতর্ক করা হচ্ছে।