নাটোরে ভোরের ‘সহিংসতা ঠেকাতে’ বইঠা হাতে মহাসড়কে মহড়া

বইঠা হাতে আওয়ামী লীগ নেতা-কর্মীদের মহড়া। আজ বৃহস্পতিবার ভোরে নাটোরের গুরুদাসপুরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে
ছবি: প্রথম আলো

নাটোরে ভোরবেলার ‘সহিংসতা ঠেকাতে’ বইঠা হাতে কর্মী-সমর্থকদের নিয়ে মহাসড়কে মহড়া দিয়েছেন গুরুদাসপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন। আজ বৃহস্পতিবার ভোরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উপজেলার কাছিকাটা ও নয়াবাজার বাসস্ট্যান্ডে এই কর্মসূচি পালন করা হয়।

আনোয়ার হোসেন জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক। আগামী সংসদ নির্বাচনে তিনি নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে কর্মী-সমর্থকেরা বইঠা হাতে নিয়ে শতাধিক মোটরসাইকেলে করে পৌর শহরের চাঁচকৈড় বাজারে আনোয়ার হোসেনের রাজনৈতিক কার্যালয়ের সামনে জমায়েত হন। সেখান থেকে মিছিল বের করা হয়, যা পৌর শহর প্রদক্ষিণ শেষে উপজেলার নয়াবাজার বাসস্ট্যান্ড হয়ে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক হয়ে কাছিকাটা টোলপ্লাজায় গিয়ে থামে। সেখানে ঘণ্টাখানেক অবস্থান করে মহাসড়কে চলাচলকারী নানা ধরনের পরিবহনচালকদের উৎসাহ দেন আনোয়ার হোসেন।

পরে সংক্ষিপ্ত বক্তৃতায় আনোয়ার হোসেন বলেন, বিএনপি-জামায়াতের কর্মসূচি চলাকালে পৌর শহরে ককটেল বিস্ফোরণ ও মহাসড়কে টায়ার জ্বালিয়ে ভীতিকর পরিস্থিতির জানান দিয়েছে অবরোধকারীরা। এক কাজগুলো ঘটেছে ভোরে। কারণ, এ সময়ে পুলিশি তৎপরতা থাকে কম। এ ছাড়া সাধারণ মানুষজন ঘুমিয়ে থাকেন। তখন নির্বিঘ্নে অবরোধকারীরা ধ্বংসাত্মক কর্মকাণ্ড শুরু করেন। পরিস্থিতি বিবেচনায় ভোরের কর্মসূচি হাতে নিয়েছেন তিনি। যত দিন অবরোধ কর্মসূচি থাকবে, তত দিন ভোরের সহিংসতা ঠেকাতে কর্মী-সমর্থকদের নিয়ে মাঠে থাকবেন তিনি।