সিলেট বোর্ডে বেড়েছে জিপিএ-৫, কমেছে পাসের হার
এইচএসসি পরীক্ষার ফলাফলে এ বছর সিলেট বোর্ডে পাসের হার কমেছে। তবে রেকর্ড পরিমাণ জিপিএ-৫ পেয়েছেন এই বোর্ডের শিক্ষার্থীরা। প্রতিষ্ঠার পর এবারই সর্বোচ্চ জিপিএ-৫ প্রাপ্তির রেকর্ড হয়েছে সিলেট বোর্ডে। এ বছর সিলেট বোর্ডের অধীন ৪ হাজার ৮৭১ জন জিপিএ-৫ পেয়েছেন। গত বছর জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ছিল ৪ হাজার ৭৩১।
২০২২ সালে অনুষ্ঠিত পরীক্ষার ফলাফলে সিলেট বোর্ডের পাসের হার ছিল ৮১ দশমিক ৪০, ২০২১ সালে ছিল ৯৪ দশমিক ৮০। এর আগে ২০২০ সালে অটোপ্রমোশন দেওয়ায় পাশের হার ছিল শতভাগ।
আজ বুধবার দুপুর পৌনে ১২টার দিকে কম্পিউটারের বোতাম চেপে প্রধানমন্ত্রী এই পরীক্ষার ফলাফল প্রকাশ করেন। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট শিক্ষা বোর্ডের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত ফলাফল তুলে ধরেন বোর্ডের সচিব কবীর আহমদ ও পরীক্ষা নিয়ন্ত্রক অরুন চন্দ্র পাল।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার সিলেট বোর্ডের অধীন ৬৬ হাজার ৪৯১ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এর মধ্যে পাস করেছেন ৫৪ হাজার ১২২ জন। পাসের হার ৮১ দশমিক ৪০। সিলেট বোর্ডের অধীন ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছেন। পরীক্ষায় ইংরেজি বিষয়ে ফলাফল কিছুটা খারাপ হওয়ায় গত বছরের তুলনায় পাসের হার কমেছে। এ ছাড়া মানবিক বিভাগের শিক্ষার্থীরা পিছিয়ে পড়ায় সামগ্রিক ফলাফল প্রভাব পড়েছে। এ ছাড়া বন্যা ও করোনার কারণেও পাসের হার কিছুটা কমেছে।