রাজশাহীতে গভীর রাতে ট্রাকে আগুন, পুড়ল পাটখড়ি

পাটখড়িবোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাতে রাজশাহী নগরের কাজলা এলাকায় রাজশাহী-নাটোর মহাসড়কে
ছবি: সংগৃহীত

রাজশাহীতে গভীর রাতে একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকে থাকা পাটখড়ি পুড়ে গেছে। ট্রাকের ক্ষয়ক্ষতি হলেও কেউ আহত হননি। গতকাল রোববার দিবাগত রাত দুইটার দিকে রাজশাহী নগরের কাজলা এলাকায় এ ঘটনা ঘটে।

কাজলা রাজশাহী বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকা। এটি রাজশাহী-নাটোর মহাসড়ক। এ ঘটনার পর রাতেই প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

স্থানীয় ব্যক্তিদের বরাত দিয়ে পুলিশ জানায়, পাটখড়িবোঝাই একটি ট্রাক রাজশাহী থেকে বাগমারা উপজেলার মোহনগঞ্জে যাচ্ছিল। দিবাগত রাত দুইটার দিকে নগরের কাজলা এলাকায় রাজশাহী-নাটোর মহাসড়কে ট্রাকটির ওপর কে বা কারা আগুন লাগায়। সঙ্গে সঙ্গে পাটখড়িতে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান।

রাজশাহীর (সদর) ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের লিডার নজরুল ইসলাম বলেন, তাঁরা খবর পেয়ে দিবাগত রাত ২টা ২০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যান। যেতে সময় লাগে তাঁদের তিন মিনিট। ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে চৌদ্দপায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিস দ্রুতই চলে আসে আগুন নেভাতে। সদর থেকেও পানিভর্তি একটি গাড়ি যায়। এ ঘটনায় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন বলেন, কাজলার ওই এলাকায় মহাসড়কে কাজ চলছে। সেখানে ট্রাকটি ধীরে ধীরে যাচ্ছিল। এই সুযোগে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি মামলা হবে।

অবরোধে দূরপাল্লার গাড়ি চলছে না

বিএনপির ডাকা অবরোধের মধ্যে রাজশাহী থেকে দূরপাল্লার গাড়ি চলাচল করছে না। স্থানীয় জেলা-উপজেলাগুলোতেও অন্য দিনের তুলনায় গাড়ি চলাচল কম করছে। পর্যাপ্ত যাত্রী না থাকায় গাড়ি কম ছেড়ে যাচ্ছে। সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা ও হিউম্যান হলারে লোকজনকে গন্তব্যে ছুটতে দেখা গেছে। তবে রাজশাহী থেকে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

রাজশাহী জেলা সড়ক পরিবহন গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক সাফকাত মঞ্জুর বলেন, আগের দিনের তুলনায় যাত্রী কমেছে। আগে যেখানে স্থানীয় উপজেলা ও জেলার উদ্দেশে বাসগুলো ১৫ মিনিট পরপর ছাড়া হতো, এখন সেখানে ৩০ মিনিট পরপর ছাড়া হচ্ছে। তবু যাত্রী পাওয়া যাচ্ছে না। চোরাগোপ্তা হামলার ভয়ে লোকজন বের হচ্ছেন কম।

এদিকে অবরোধের সমর্থনে বিএনপির ব্যানারে বিক্ষোভ মিছিলের ছবি পাওয়া গেলেও তা কোন এলাকায় করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে আজ সোমবার সকালে নগরের বর্নালীর মোড়ে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছেন। এতে নেতৃত্বে দেন জামায়াতের রাজশাহী মহানগরের সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল।

সেখানে এক সমাবেশে ইমাজ উদ্দিন মণ্ডল বলেন, জনগণ যে নির্বাচনে ভোট দিতে পারেন না, তা কখনো মেনে নেবেন না। এই অবৈধ সরকার বিগত ২০১৪ ও ২০১৮ সালের মতো পাতানো নির্বাচন করতে চায়। এ ধরনের নির্বাচন খেলা এ দেশের জনগণ আর হতে দেবেন না। আজ্ঞাবহ নির্বাচন কমিশনের ঘোষিত নির্বাচন প্রতিহত করা হবে।
এদিকে সকাল থেকেই নগরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদ জানাচ্ছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীরা।