জয়পুরহাটে দ্রুতগতির ভটভটি খাদে পড়ে চালক নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

জয়পুরহাটের কালাই উপজেলায় দ্রুতগতির একটি ভটভটি উল্টে খাদে পড়ে চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ভটভটির এক যাত্রী। আজ মঙ্গলবার সকাল সাতটায় কালাই উপজেলার পাঠানপাড়া-মোসলেমগঞ্জ সড়কের কুসুমসারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুল মোমিন (৪০) কালাই উপজেলার হাতিয়র গ্রামের মৃত কফির উদ্দিনের ছেলে। আহত যাত্রীর নাম মোস্তাফিজুর রহমান (৫৫)। তিনি হাতিয়র কাজীপাড়া গ্রামের মৃত আবদুর রশীদের ছেলে। তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মৎস্যচাষি মোস্তাফিজুর রহমান বিক্রির উদ্দেশ্যে ইঞ্জিনচালিত তিন চাকার যান ভটভটিতে করে মাছ নিয়ে গোবিন্দগঞ্জ যাচ্ছিলেন। চালক আবদুল মোমিন দ্রুতগতিতে ভটভটি চালাচ্ছিলেন। কুসুমসারা এলাকায় ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে। এতে চালক ও মৎস্যচাষি আহত হন।

স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকেরা আবদুল মোমিনকে মৃত ঘোষণা করেন। আহত মৎস্যচাষিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকের মৃত্যু হয়েছে। ভটভটিচালকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।