ফেনী নদীতে ধরা পড়ল দুই ও তিন কেজি ওজনের ২৮টি ইলিশ

সোনাগাজীতে জেলেদের জালে ধরা পড়া ইলিশ মাছ বিক্রির জন্য ঝুঁড়িতে রেখে ক্রেতাদের অপেক্ষায় ব্যবসায়ী। রোববার সন্ধ্যায় পৌর শহরের মাছ বাজারে
ছবি: প্রথম আলো

ফেনীর সোনাগাজী উপজেলার বড় ফেনী নদীতে জেলেদের জালে দুই ও তিন কেজি ওজনের ২৮টি ইলিশ ধরা পড়েছে। এর মধ্যে পাঁচটির ওজন প্রায় তিন কেজি। বাকিগুলোর ওজন দুই কেজির একটু বেশি। একই জালে আরও ছোট-বড় প্রায় ৯০ কেজি ইলিশ মাছ ধরা পড়েছে।

আজ রোববার বিকেলের সব মিলিয়ে জেলেদের জালে প্রায় ৩ মণ ৩৫ কেজি ইলিশ ধরা পড়ে। মাছগুলো নদীর তীরে আড়তে নিলে স্থানীয় মৎস্য ব্যবসায়ী নেয়ামত উল্যাহ ও আবদুল মান্নান যৌথভাবে ২ লাখ ৫০ হাজার ৫০০ টাকায় কিনে নেন। তাঁরা বাজারে এনে ২৮টি বড় মাছ ৭৫ হাজার ৮০০ টাকায় বিক্রি করেন।

স্থানীয় ব্যক্তিরা জানান, উপজেলার আদর্শগ্রাম এলাকার জেলে মো. মানিক মিয়া, সফি উল্যাহ, আবুল কাশেমসহ ১৭-১৮ জন জেলে তিনটি ট্রলার নিয়ে আজ দুপুরে ইলিশ মাছ ধরতে বড় ও ছোট ফেনী নদীর শেষ প্রান্তে বঙ্গোপসাগরের মোহনায় জাল ফেলেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জোয়ার কমতে থাকায় জালে আচমকা টান মারলে বুঝতে পারেন, বড় কিছু আটকা পড়েছে। পরে চার-পাঁচজন জেলে নদীতে নেমে জাল টেনে ট্রলারে তুলতেই দেখেন, বড় বড় ইলিশ মাছ। একই সঙ্গে ছোট ইলিশও ধরা পড়ে।

জেলে আবুল কাশেম প্রথম আলোকে বলেন, মাছ ধরা শেষে বিকেলের দিকে নদী থেকে ফিরে মাছগুলো স্থানীয় আড়তে বিক্রি করতে নিয়ে যান। সেখানে নিলামে সর্বোচ্চ দরদাতার কাছে তিনি মাছগুলো বিক্রি করেন। পৌর শহরের পাইকারি মাছ বিক্রেতা নেয়ামত উল্যাহ, আবদুল মান্নানসহ তিনজন যৌথভাবে তাঁদের ছোট-বড় সব কটি ইলিশ ২ লাখ ৫০ হাজার ৫০০ টাকায় কিনে নেন।

মৎস্য ব্যবসায়ী নেয়ামত উল্যাহ বলেন, মাছগুলো বিক্রি করার জন্য সন্ধ্যায় পৌর শহরের মাছবাজারে নিয়ে আসেন। বাজারে উৎসুক অনেকে বড় ইলিশ মাছগুলো দেখতে ভিড় করেন। আবার অনেকে শখ করে বেশি দাম হলেও এক-দুটি করে কিনে নেন।

ব্যবসায়ী আবদুল মান্নান বলেন, ৩ কেজির ইলিশ ২ হাজার ৩০০ এবং দুই কেজি ওজনের ইলিশ ২ হাজার এবং ১ কেজি ওজনের ইলিশ ১ হাজার ৭০০ টাকা কেজি দর হাঁকান। এ ছাড়া অন্য ইলিশ মাছগুলো ৬০০ থেকে ১ হাজার ২০০ টাকা কেজি দরে বিক্রি করছেন। তিনি বলেন, ফেনী শহর থেকে আসা পাইকারি একজন ব্যবসায়ী বড় ২৫টি বড় মাছ কিনে নিয়ে গেছেন।

আবুল খায়ের নামের এক ক্রেতা বলেন, তিনি বন্ধুদের সঙ্গে সোনাগাজীতে ঘুরতে এসেছেন। বড় ইলিশ তাঁর প্রিয় মাছ। তাই শখ করে ৩ কেজি ওজনের একটি ও দুই কেজি ওজনের দুটি ইলিশ মাছ ১৩ হাজার ৯০০ টাকা দিয়ে কিনেছেন। মাছগুলো দেখে বাড়ির সবাই খুব খুশি হবেন।

জেলেরা জানান, বড় ও ছোট ফেনী নদীতে ইলিশ ছাড়াও ৫ থেকে ২০ কেজি ওজনের কোরাল, বোয়াল, কাতলা, পাঙাশ, বাগাড়সহ বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। কিন্তু দুই-আড়াই কেজি ওজনের ইলিশ মাছ ধরা পড়লেও তিন কেজি ওজনের মাছের সংখ্যা কম ছিল। নদীর মাছ সুস্বাদু হওয়ায় দামও একটু বেশি।

সোনাগাজী উপজেলা মৎস্য কর্মকর্তা তূর্য সাহা প্রথম আলোকে বলেন, সরকারি বিভিন্ন নিষেধাজ্ঞা মেনে চলায় স্থানীয় জেলেরা উপকৃত হচ্ছেন। বৃষ্টি বৃদ্ধি পাওয়ায় নদী, সাগরে ইলিশসহ বিভিন্ন প্রজাতির প্রচুর মাছ ধরা পড়ছে। তবে গভীর সমুদ্রে জাল ফেললে আরও বেশি ইলিশ ধরা পড়ার সম্ভাবনা আছে। সামনে আরও বড় বড় মাছ ধরা পড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।