আমরা গনিমতের মাল হিসেবে ব্যবহৃত হতে চাই না: রানা দাশগুপ্ত
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেছেন, ‘আমরা গনিমতের মাল হিসেবে ব্যবহৃত হতে চাই না। আমাদের নিয়ে খেলবেন না, রাজনীতি করবেন না। আওয়ামী লীগ মনে করে হিন্দুরা তাদের ভোটব্যাংক। তারা এ-ও মনে করে তাঁদের ভোট না দিয়ে হিন্দুরা যাবে কোথায়? তারপরও আমরা শেখ হাসিনার ওপর আস্থা রাখতে চাই। বঙ্গবন্ধুর চেতনায় ঘুরে দাঁড়াতে চাই।’
আজ শনিবার দুপুরে সরকারি লৌহজং কলেজ প্রাঙ্গণে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের লৌহজং উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনে রানা দাশগুপ্ত এসব কথা বলেন। তিনি ওই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।
সম্মেলনের প্রস্তুতি কমিটির চেয়ারম্যান সুধাংশু কুমার দাসের সভাপতিত্বে ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক অলক কুমার মিত্রের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন।
জাতীয় সংগীত, জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন এবং উদ্বোধনী সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অজয় চক্রবর্তী এবং স্বাগত বক্তব্য দেন সম্মেলন কমিটির কো-চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র দাস।
সম্মেলনে উপজেলা পরিষদ চেয়ারম্যান ওসমান গণি তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রশিদ শিকদার, লেখক-গবেষক মুনীর মোরশেদ, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি মনোজ কুমার সিংহ , হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক রবীন্দ্রনাথ বসু, সাংগঠনিক সম্পাদক শ্রীমতী পদ্মাবতী দেবী, সংগঠনের জেলার সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তী।
প্রধান অতিথির বক্তব্যে সাগুফতা ইয়াসমিন বলেন, এ দেশে ধর্মের নামে সাম্প্রদায়িকতা সহ্য করা হবে না। সাম্প্রদায়িকতা নামের বিষবাষ্প সবাইকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে।