কিছু স্থানে সংঘাত, প্রকাশ্যে ব্যালটে সিল, জাল ভোট

গোপন বুথে না ঢুকে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার (ডানে) সামনে ব্যালটে সিল মারছেন এক নারী ভোটার। বুধবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামকান্দি ঘোষেরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রেছবি: প্রথম আলো

দেশের অন্তত ৬টি উপজেলায় নির্বাচনী সংঘাত, সংঘর্ষে পুলিশ, সাংবাদিকসহ ২২ জন আহত হয়েছেন। প্রার্থীর এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে কয়েকটি স্থানে। জাল ভোট দেওয়ার অভিযোগে বগুড়ায় এক প্রিসাইডিং কর্মকর্তাকে আটক করা হয়েছে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গোপন বুথে না ঢোকে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার সামনে এক নারী ভোটারকে ব্যালটে সিল মারতে দেখা গেছে।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোট ছিল বুধবার। এর মধ্যে ২৩টি স্থানে ভোট গ্রহণে অনিয়ম, সংঘাতের খবর পাওয়া গেছে। দুই স্থানে ককটেল বিস্ফোরণ ও পটকা ফোটানোর খবর পাওয়া গেছে। টাকা দিয়ে ভোট কেনার চেষ্টাও হয়েছে। এমন অভিযোগে সিরাজগঞ্জের বেলকুচিতে এক জনপ্রতিনিধিকে আটক করেছে পুলিশ।

মারধর, হামলা, সংঘর্ষ

মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে একটি কেন্দ্রের দখল নিয়ে দুই প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুই পক্ষই অন্তত ৫০টি হাতবোমা ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে এক ভোটারসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। বেলা পৌনে ১১টার দিকে উপজেলার ৯৫ নম্বর বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কেন্দ্রটি দখল নিতে আসেন আনারস প্রতীকের প্রার্থী আসিবুর রহমান খানের অনুসারী এনামুল হাওলাদার ও তাঁর লোকজন। এ সময় মোটরসাইকেল প্রতীকের প্রার্থী পাভেলুর রহমান খানের অনুসারী আজাদ হাওলাদার তাঁদের বাধা দিতে গেলে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় এক চেয়ারম্যান প্রার্থীর এজেন্টকে কেন্দ্র থেকে টেনেহিঁচড়ে বের করে পুলিশের সামনে মারধরের অভিযোগ পাওয়া গেছে। মারধরের শিকার ওই এজেন্টের নাম মো. ফারুক। তিনি জেলা জাতীয় পার্টির সহসভাপতি মাকসুদ হোসেনের (আনারস প্রতীক) পোলিং এজেন্ট।

বগুড়ার গাবতলী উপজেলায় রামেশ্বরপুর ইউনিয়নের একটি কেন্দ্রে বাইরে থেকে আনা ব্যালট পেপার বাক্সে ঢোকানোর অভিযোগে প্রিসাইডিং কর্মকর্তা ও প্রার্থীর এজেন্টকে আটক করেছে পুলিশ। সেখান থেকে উদ্ধার করা ব্যালট জব্দ করে থানায় আনা হয়েছে। বুধবার বিকেলে গাবতলী মডেল থানায়
ছবি: প্রথম আলো

মাকসুদ হোসেনের প্রধান নির্বাচনী সমন্বয়ক ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, বেলা ১১টার দিকে মদনপুর ইউনিয়নের ৩৩ নম্বর কেওডালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মারধরের ওই ঘটনা ঘটে। ওই এজেন্ট বুথে দায়িত্ব পালন করছিলেন। তখন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দোয়াত-কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এম এ রশিদের সমর্থক আলী নূর ওই এজেন্টকে প্রথমে কেন্দ্র থেকে বের হয়ে যেতে বলেন। তিনি তাতে রাজি না হলে তাঁকে টেনেহিঁচড়ে বুথ থেকে বের করে মারধর করা হয়। অবশ্য অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন এম এ রশিদ।

এদিকে উপজেলার কুশিয়ারা হাজী আবদুল মালেক উচ্চবিদ্যালয় কেন্দ্রের সামনে বেলা সাড়ে ১১টার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা অবস্থানের সময় পটকা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

নোয়াখালীর সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে লড়েছেন সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর ছেলে আতাহার ইসরাক শাবাব চৌধুরী, আর দোয়াত-কলম প্রতীক নিয়ে লড়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুল আনম চৌধুরী।

বুধবার দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে ভোট গ্রহণ শেষ হওয়ার পাঁচ মিনিট আগে। পূর্ব চরবাটা ইউনিয়নের হাজীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রভাব বিস্তার নিয়ে হামলার ঘটনায় তিনজন আহত হন। এ ছাড়া পৃথক স্থানে হামলার ঘটনায় দোয়াত-কলম প্রতীকের ছয়জন সমর্থক আহত হয়েছেন।

মুন্সিগঞ্জের গজারিয়ায় ভোটকেন্দ্রের বাইরে এক পুলিশ সদস্যকে মারধর করার সময় ছবি তুলতে গেলে এক চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকেরা সাংবাদিকের ওপর হামলা চালিয়েছেন। সকাল সোয়া নয়টার দিকে উপজেলার হোসেন্দি ইউনিয়নের ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। মারধরের শিকার ওই সাংবাদিকের নাম গোলজার হোসেন। তিনি দৈনিক মানবজমিন-এর মুন্সিগঞ্জ প্রতিনিধি।

প্রত্যক্ষদর্শী, ভুক্তভোগী পুলিশ সদস্য ও সাংবাদিকেরা জানান, আনারস প্রতীকের সমর্থক স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক তাঁর ভাতিজা তানভীর হক ও তাঁদের লোকজন ভোটকেন্দ্রের বাইরে জড়ো হচ্ছিলেন। পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কায় ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ সদস্য সোহেল রানা সবাইকে সরে যেতে বলেন। এতে ক্ষুব্ধ হয়ে সোহেলকে মারধর শুরু করেন মনিরুল হক ও তাঁর লোকজন। এ সময় পাশ থেকে ছবি তুলছিলেন ও ভিডিও করছিলেন সাংবাদিক গোলজার হোসেন। পরে তাঁরা সোহেলকে রেখে গোলজারের ওপর হামলা করেন।

এ ছাড়া দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় সুনামগঞ্জের শাল্লা উপজেলার চব্বিশা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩০ মিনিট ভোট গ্রহণ বন্ধ ছিল। সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীর গাড়িতে হামলা হয়েছে। ভুক্তভোগী প্রার্থী শহিদুর রহমান চৌধুরী এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

ভোটে নানা অনিয়ম

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ার অভিযোগে মো. মেহেদী হাসান নামে এক সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে আটক করা হয়েছে। দুপুরে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর জাঙ্গালিয়া হাজিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছে থাকা ব্যালটগুলো জব্দ করা হয়।

সিলেট সদর উপজেলায় ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে এক চেয়ারম্যান প্রার্থীর পক্ষে জাল ভোট দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে স্থানীয় ভোটাররা ক্ষুব্ধ হয়ে ছাত্রলীগ নেতা-কর্মীদের ধাওয়া দিলে উত্তেজনা দেখা দেয়।

গোপন বুথে সিল না মেরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ঘোষেরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের একটি ভোটকক্ষে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার সামনে ব্যালট পেপারে এক নারী সিল মারছিলেন। প্রকাশ্যে ভোট দেওয়ার বিষয়ে জিজ্ঞেস করলে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা শিউলী পারভীন কোনো উত্তর দেননি।

মুন্সিগঞ্জের গজারিয়ায় উপজেলায় প্রার্থীর সমর্থকদের হামলায় আহত পুলিশ সদস্য। বুধবার দুপুরে হোসেন্দি বহুমুখী উচ্চবিদ্যালয় কেন্দ্রে
ছবি: প্রথম আলো

প্রিসাইডিং কর্মকর্তা আশীষ কুমার মজুমদার বলেন, এ বিষয়ে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা শিউলী পারভীনকে কয়েকবার সতর্ক করা হয়েছে।

সিরাজগঞ্জের বেলকুচিতে চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলামের (দোয়াত-কলম প্রতীক) পক্ষে কাজ করছিলেন ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম। ভোট কেনার সময় ৯৪ হাজার টাকাসহ জহুরুল ইসলামকে আটক করে পুলিশ। বুধবার দুপুর ১২টার দিকে বেলকুচি উপজেলার তামাই পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশ থেকে তাঁকে আটক করা হয়।

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ার চেষ্টা করায় বুরুদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ দুজনকে ৬ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বগুড়ার গাবতলী উপজেলা পরিষদ নির্বাচনে ৯০০টি ব্যালট পেপার বাইরে থেকে সিল মেরে বাক্সে ঢোকানোর সময় প্রিসাইডিং কর্মকর্তা ও এক প্রার্থীর এজেন্টকে আটক করেছে পুলিশ। এ সময় সিল মারা ৬০০টি ব্যালট ও ৯০০ ব্যালট-সংবলিত একটি মুড়ি বই জব্দ করা হয়েছে। আটকের আগেই ৩০০ ব্যালট পেপার বাক্সে ঢোকানোর কথা স্বীকার করেছেন ওই প্রিসাইডিং কর্মকর্তা। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার মাঝপাড়া কুসুমকলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। আটক প্রিসাইডিং কর্মকর্তার নাম শাহজাহান আলী।

[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা]