মানিকগঞ্জে সড়কে প্রাণ গেল চিকিৎসকের

চিকিৎসক সাখাওয়াত হোসেন
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জ সদর উপজেলায় পোশাকশ্রমিকবাহী বাসের সঙ্গে একটি প্রাইভে কারের মুখোমুখি সংঘর্ষে এক চিকিৎসক নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই চিকিৎসকের মৃত্যু হয়। এর আগে সকালে সদর উপজেলা ভাটবাউর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চিকিৎসকের নাম এ জেট এম সাখাওয়াত হোসেন (৬৭)। তিনি মানিকগঞ্জ মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান ছিলেন। তিনি ঢাকার ধানমন্ডি এলাকায় বসবাস করতেন।

গোলড়া হাইওয়ে থানা–পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে ধানমন্ডি থেকে নিজের প্রাইভেট কারে করে মানিকগঞ্জের মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে আসছিলেন চিকিৎসক সাখাওয়াত হোসেন। তাঁর গাড়ির চালক গাড়িটি চালাচ্ছিলেন। সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ভাটবাউর এলাকায় পোশাকশ্রমিকবাহী একটি বাসের সঙ্গে ওই প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চিকিৎসক সাখাওয়াত গুরুতর আহত হন।

সাখাওয়াত হোসেনকে উদ্ধার করে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু বলেন, বেলা দেড়টার দিকে ঢাকায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাখাওয়াতের মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসচালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। দুর্ঘটনাকবলিত বাস ও প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ঘটনায় আর কেউ আহত আহত হননি বলে ওসি সুখেন্দু জানান।