নড়াইলে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত, ছেলে গুরুতর আহত

নড়াইলের লোহাগড়ায় হামলায় নিহত হওয়ার খবর পেয়ে ভিড় করেন এলাকার লোকজন। আজ বুধবার উপজেলার বাহিরপাড়া গ্রামেছবি: প্রথম আলো

নড়াইলের লোহাগড়া উপজেলায় জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে এক কৃষক কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় হামলায় তাঁর ছেলেও গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাহিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর শেখের (৬০) বাড়ি লোহাগড়া উপজেলার বাহিরপাড়া গ্রামে। আহত হয়েছেন তাঁর ছেলে নাহিদ শেখ।

নিহত ব্যক্তির পরিবারের অভিযোগ, লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের বাহিরপাড়া গ্রামের কাউসার শেখদের সঙ্গে একই গ্রামের জাহাঙ্গীর শেখের পরিবারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে একাধিকবার গ্রামে সালিস বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। আজ সকালে ছেলে নাহিদকে সঙ্গে নিয়ে বাহিরপাড়া মাঠে বিরোধপূর্ণ জমিতে চাষবাদ করতে গিয়েছিলেন জাহাঙ্গীর। এ সময় প্রতিপক্ষ কাউসারের লোকজন দেশি অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালান। এ সময় হামলাকারীরা জাহাঙ্গীর ও তাঁর ছেলেকে কুপিয়ে জখম করেন। ঘটনাস্থলে জাহাঙ্গীরের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নাহিদকে প্রথমে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অন্যদিকে কাউসার পক্ষের একজন আহত হয়েছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। তবে তাঁর ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। ঘটনার পর থেকেই কাউসার শেখ ও তাঁর পরিবারের লোকজন আত্মগোপন চলে যাওয়ায় তাঁদের পক্ষের কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে লোহাগড়া থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, জায়গা-জমিকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধ ছিল। এক পক্ষ জমিতে কাজ করতে গেলে আরেক পক্ষ হামলা চালায়। এতে দুই পক্ষের লোকই আহত হয়েছেন। ঘটনাস্থলে জাহাঙ্গীর নামের একজন কৃষক নিহত হয়েছেন। তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, এ ঘটনায় জড়িত সবাইকে ধরতে অভিযান চলছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।