হেরোইন বহনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

আদালতপ্রতীকী ছবি

ফরিদপুরে ৮০০ গ্রাম হেরোইন বহনের দায়ে এক নারীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে তাঁকে আরও এক মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত মো. শিহাবুল ইসলাম আজ রোববার বিকেল সাড়ে চারটার দিকে এ আদেশ দেন।

সাজাপ্রাপ্ত ওই নারীর নাম লিপি বেগম (৪৫)। তিনি যশোরের বেনাপোল বন্দর থানার সরদার পাড়া দৌলতপুর গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় লিপি বেগম আদালতে হাজির ছিলেন। এরপর তাঁকে পুলিশি পাহারায় জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

মামলার সংক্ষিপ্ত বিবরণী সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১৪ মে রাত ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে সাতক্ষীরা থেকে ঢাকাগামী কে লাইন পরিবহনের একটি বাসে তল্লাশি চালায় পুলিশ। কামারখালী টোল ঘরের কাছে মধুখালী থানা-পুলিশ এ অভিযান পরিচালনা করে। এ সময় বাসের যাত্রী লিপি বেগমকে ৮০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় মধুখালী থানার উপপরিদর্শক মো. মোস্তফা কামাল বাদী হয়ে লিপি বেগমকে আসামি করে ওই বছর ১৫ মে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। তদন্ত কর্মকর্তা এসআই আবুল কালাম আজাদ ২০১৭ সালের ২৯ জুলাই লিপির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।

এ রায়ে সন্তোষ প্রকাশ করে ওই আদালতের ভারপ্রাপ্ত সরকারি কৌঁসুলি মো. সানোয়ার হোসেন বলেন, এ রায়ে দেশে মাদক ব্যবহারের প্রবণতা কমে আসবে।